PHOTOS

Sovan Chatterjee, Baisakhi Banerjee: চির শোভন ৫৯, প্রিয় বন্ধুকে উষ্ণ চুম্বন বৈশাখীর

Advertisement
1/9
'চির তরুণ' শোভন
'চির তরুণ' শোভন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তাঁর কাছে 'Age is just a number'। বয়স বাড়লেও তিনি 'চির তরুণ'। তিনি কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। 

2/9
৫৯ বছরে শোভন
৫৯ বছরে শোভন

বৃহস্পতিবার ৫৯ বছরে পা দিলেন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। কাছের মানুষের জন্মদিন পালনে বাড়িতেই ছোট্ট আয়োজন করেছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baisakhi Banerjee)।

3/9
'বার্থ ডে বয়' শোভন
'বার্থ ডে বয়' শোভন

ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 'বার্থ ডে বয়' শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। আয়োজক বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baisakhi Banerjee) এবং তাঁর মেয়ে মহুল। 

4/9
বৈশাখীর লাইফ লাইন
বৈশাখীর লাইফ লাইন

সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠানের ছবি পোস্ট করেছেন  বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baisakhi Banerjee)। পোস্টে তিনি লিখেছেন, 'হ্যাপি বার্থ ডে মাই লাইফ লাইন'।

5/9
গোলাপি উপহার
গোলাপি উপহার

ছবিতে শোভনের হাতে লাল গোলাপের তোড়া তুলে দিতে দেখা যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে (Baisakhi Banerjee)।

6/9
শোভনকে মহুলের উপহার
শোভনকে মহুলের উপহার

প্রিয় মানুষের হাতে চকোলেট এবং উপহার তুলে দেয় মহুলও। শোভন চট্টোপাধ্যায়ও  (Sovan Chatterjee) তাঁকে কেক খাইয়ে দেন।

7/9
উষ্ণ চুম্বন...
 উষ্ণ চুম্বন...

অন্য একটি ছবিতে দেখা যায়, প্রিয় মানুষ শোভনের জন্মদিনের বিশেষ মুহূর্তে, তাঁর গালে উষ্ণ চুম্বন দিচ্ছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baisakhi Banerjee)।

8/9
জন্মদিনের বাড়ি, ঘর
 জন্মদিনের বাড়ি, ঘর

শোভনবাবুর জন্মদিনে, বাড়ি-ঘর পছন্দের মতো করে সাজিয়েছেন বৈশাখী, মা'কে সাহায্য করেছে মহুলও।

9/9
সুখী পরিবার
সুখী পরিবার

এ যেন সুখী পরিবারের স্পষ্ট চিত্র!





Read More