Lord Hanuman Kripa on Tuesday: হনুমানজির আশীর্বাদ যাঁর উপর থাকে, কোনও বিপদ স্পর্শ করতে পারে না তাঁকে। তিনি শনির অশুভ নজরও কাটিয়ে দিতে পারেন। আর, এই মঙ্গলবারই হল হনুমানজির পুজোর বিশেষ দিন। আজ পবনপুত্র সকলে আশিসে ভরিয়ে দেন।
শিবের অবতার হনুমানজি অমর। তিনি রাম-ভক্তি প্রচারের জন্য পৃথিবীতে এসেছিলেন। কাজ হয়ে গেলে তিনি স্বধামে ফিরে যান। স্বধাম মানে, স্বর্গে নয়। বলা হয়, তিনি এই মর্ত্যেই আছেন। হিমালয়ের কোনও সুদুর্গম অঞ্চলে। ত্রেতার হনুমানের সঙ্গে তো দ্বাপরের ভীমের দেখাও হয়েছিল। শ্রীলঙ্কার মানুষ আজও বিশ্বাস করেন, নির্দিষ্ট সময়ের পর-পর হনুমানজি লঙ্কায় যান। তা ছাড়া সম্ভবত, বজরঙ্গবলীই একমাত্র দেবতা, যাঁকে এই ঘোর কলিযুগেও চাক্ষুস করা যায়। 'চাক্ষুস করা যায়' মানে, হনুমানজির বংশধরদের দেখা যায়। তাদের মধ্যে দিয়েই তাঁর উপস্থিতি অনুভব করা যায়। ভক্তের পক্ষে সেটা সম্ভব। সে না হয় হল, কিন্তু আজকের শুভসংযোগে বেশ কয়েকটি রাশির জাতক-জাতিকারা বজরঙ্গবলীর বিশেষ আশীর্বাদ পাবেন। তা হলে জেনে নিন, কোন কোন রাশি...
মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য এখন শুধুই অগ্রগতি। চাকরিসন্ধানী বা চাকরিজীবীদের প্রচেষ্টায় সাফল্য আসবে। ব্যবসায়ীদের জন্যও সময়টা ভালো। নানা বিষয়ে এঁদের ইচ্ছা পূরণ হবে।
মিথুন রাশির জন্যও সময়টি শুভ। এঁদের দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও কাজ সম্পন্ন হতে পারে। কর্মক্ষেত্রে পরিবেশ ভালো থাকবে। আর্থিক ক্ষেত্রে কোথাও থেকে হঠাৎ-লাভের সম্ভাবনা থাকবে। ব্যবসায়ীদের জন্যও খুব ভালো। অনেক টাকা আয় হবে। পারিবারিক জীবনেও এবং দাম্পত্য জীবনে সুখ ও শান্তি থাকবে।
তুলা রাশির জাতকদের সৌভাগ্যবৃদ্ধি। আটকে থাকা টাকা হাতে আসতে পারে। আয়বৃদ্ধি হবে। প্রশংসা এবং পদোন্নতির সুযোগ।
বৃশ্চিক রাশির জাতকের নানা ভাবে অগ্রগতি হবে। সব ক্ষেত্রেই চেষ্টা করলে সাফল্য পাবেন। এঁদেরও ইচ্ছা পূরণ হবে। চাকরিজীবীদের পক্ষে ভালো। শিক্ষার্থীদের পক্ষে ভালো।
মকর রাশির জাতকদের পক্ষে ভালো। কঠিন কাজগুলি সম্পন্ন করতে পারবেন এঁরা। কর্মক্ষেত্রে সুখবর। পরিবারের সঙ্গে সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ হবে। সন্তানসাফল্য। বিনিয়োগের জন্য দিনটি ভালো।
(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)