PHOTOS

Abhishek Banerjee: গোপনে এনআরসি চালুর চেষ্টা, SIR নিয়ে বিস্ফোরক অভিষেক

Advertisement
1/6
বিরোধীদের বৈঠক
বিরোধীদের বৈঠক

বাদল অধিবেশনের আগে বৈঠকে মিলিত হলেন বিরোধী জোটের নেতারা। ওই বৈঠকে যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ৮টি মূল ইস্যুতে একসুরে আক্রমণের সিদ্ধান্ত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, খুব তাড়াতাড়ি ইন্ডিয়া জোটের শীর্ষনেতারা সরাসরি মুখোমুখি আলোচনায় বসবেন। আজ ওই ভার্চুয়াল বৈঠকে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। -তথ্য-রাজীব চক্রবর্তী

 

2/6
SIR
SIR

ডায়মন্ডহারবারের সাংসদ বলেন, বিজেপি এবং নির্বাচন কমিশন মিলে যে ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) শুরু করেছে, তা আসলে গোপনে এনআরসি চালুর এক চেষ্টা। অভিষেকের অভিযোগ, এর মাধ্যমে প্রকৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত চলছে। এমনটাই তৃণমূল সূত্রের খবর। -তথ্য-রাজীব চক্রবর্তী

3/6
মহারাষ্ট্রের মতো একই কৌশল
মহারাষ্ট্রের মতো একই কৌশল

অভিষেকের বক্তব্য, মহারাষ্ট্রে লোকসভা ভোটের ৪ মাস পর বিজেপি হঠাৎ করে ৪০ লাখ নতুন ভোটার নাম তুলেছে। সেইভাবে ভোট ঘুরিয়ে দিয়েছে তারা। এখন বিহারেও সেই একই কৌশল নেওয়া হচ্ছে। -তথ্য-রাজীব চক্রবর্তী

 

4/6
বাংলায় SIR
বাংলায় SIR

বাংলা নিয়ে বলতে গিয়ে অভিষেক বলনে, বাংলায় তৃণমূল আগে থেকেই অতিরিক্ত ভোটার তোলার চেষ্টা ধরে ফেলেছে। তাই এখানে নতুন কৌশল— SIR-এর নামে বৈধ ভোটারদের বাদ দিয়ে তালিকা ‘শুদ্ধিকরণ’ করার চেষ্টা চলছে। -তথ্য-রাজীব চক্রবর্তী

5/6
সাঁড়াশি কৌশল
সাঁড়াশি কৌশল

এছাড়াও অভিষেক আরও অভিযোগ করেছেন, বিজেপি এখন 'E স্কোয়ার' কৌশল নিচ্ছে। একদিকে বিরোধী নেতাদের দমাতে ইডি, আর অন্যদিকে সাধারণ ভোটারদের প্রভাবিত করতে ব্যবহার করছে নির্বাচন কমিশনকে। -তথ্য-রাজীব চক্রবর্তী

 

6/6
আট ইস্যুতে আক্রমণ
আট ইস্যুতে আক্রমণ

উল্লেখ্য, বৈঠকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আটটি মূল ইস্যুতে একসুরে আক্রমণের সিদ্ধান্ত হয়। ওইগুলি হল, পহেলগাম হামলার পর ৪ জঙ্গির নিখোঁজ হওয়া নিয়ে প্রশ্ন,‘অপারেশন সিঁদুর’ এবং সিজফায়ার পরিস্থিতি, সিজফায়ার নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের লাগাতার মন্তব্য, ভোটার তালিকা সংশোধন ও এসআইআর নিয়ে উদ্বেগ, চিন ও পাকিস্তান-সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের বিদেশনীতি, ডিলিমিটেশন নিয়ে আশঙ্কা প্রকাশ, এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনা, সংখ্যালঘু, তপশিলি জাতি ও উপজাতি, নারী ও শিশুদের বিরুদ্ধে হিংসার বাড়বাড়ন্ত। -তথ্য-রাজীব চক্রবর্তী

 





Read More