ভর সন্ধেয় দক্ষিণ ২৪ পরগনার মিনাখাঁয় ভয়ঙ্কর বাস দুর্ঘটনা। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ২০ জন যাত্রী। -তথ্য ও ছবি-বিমল বসু
শনিবার সন্ধেয় বাসটি, কলকাতার নিউ টাউন থেকে সন্দেশখালি সড়বেড়িয়া এলাকায় বিয়ে বাড়িতে গিয়েছিল। -তথ্য ও ছবি-বিমল বসু
যাত্রীসহ ওই বাসটি সড়বেড়িয়া থেকে ফেরার পথে কলকাতা বাসন্তী হাইওয়ের মিনাখাঁরা জয়গ্রামের এর কাছে একটি মোটর বাইককে বাঁচাতে যায়। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ওই জয়গ্রাম এর কাছে পরপর একটি বাড়ি ও একটি চায়ের দোকান ও একটি কাঠের দোকানে ধাক্কা মার। তিনটিই ভেঙে একেবারে গুঁড়িয়ে যায়। -তথ্য ও ছবি-বিমল বসু
ঘটনাস্থলে মৃত্যু হয় মলয় মন্ডল নামে ওই বাইক চালক সহ বাস চালক ও ঘরের ভেতরে থাকা এক গৃহবধুর। সেই সঙ্গে বাসে থাকা ২০ জন যাত্রী গুরুতর আহত হয়। খবর পেয়ে ঘটনা আসতে বলে আসে পুলিস ও এলাকার স্থানীয় বাসিন্দারা। তারা এসে দ্রুত আহতদের উদ্ধার করে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। মিনাখাঁ গ্রামীণ হাসপাতাল থেকে ১৬ জনকে কলকাতার বিভিন্ন সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। -তথ্য ও ছবি-বিমল বসু
পুলিস ঘটনাস্থলে গিয়ে ভাঙ্গা ঘরের ভেতর থেকে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে উদ্ধার করেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধারকার্যে হাত লাগান মিনাখাঁর বিধায়িকা ঊষারাণী মন্ডল, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের পরিষদীয় দলনেতা মৃত্যুঞ্জয় মন্ডল, মিনাখাঁ পঞ্চায়েত সমিতির সভাপতি সাইফুদ্দিন গাজী, মিনাখা পঞ্চায়েত সমিতির স্বাস্থ্যের কর্মাধ্যক্ষ গোপেশ পাত্র সহ আরো অনেকে।
-তথ্য ও ছবি-বিমল বসু