PHOTOS

Srabanti-Ankush: লন্ডনে একসঙ্গে অঙ্কুশ-শ্রাবন্তী, কখনও রাস্তায় কখনও গাড়িতে জমিয়ে ফটোশুট

Advertisement
1/6
লন্ডনে শ্রাবন্তী-অঙ্কুশ
লন্ডনে শ্রাবন্তী-অঙ্কুশ

নিজস্ব প্রতিবেদন: লন্ডন পাড়ি দিয়েছেন অঙ্কুশ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেতা লিখেছিলেন দীর্ঘ ৭ বছর পর এসকে মুভিজের সঙ্গে সিনেমা করছেন তিনি। 

 

2/6
লন্ডনে শ্রাবন্তী-অঙ্কুশ
লন্ডনে শ্রাবন্তী-অঙ্কুশ

লন্ডনে ছবির শুটিংয়ে ব্যস্ত অঙ্কুশ। প্রতিদিনই কখনও সেটে কখনও রাস্তায় লন্ডন থেকে নিয়মিত ছবি পোস্ট করছেন তিনি। 

 

3/6
লন্ডনে শ্রাবন্তী-অঙ্কুশ
লন্ডনে শ্রাবন্তী-অঙ্কুশ

অঙ্কুশের সঙ্গেই লন্ডনে হাজির শ্রাবন্তী। তিনিও জানিয়েছেন যে ছবির কাজেই সেখানে গিয়েছেন তিনি।

 

4/6
লন্ডনে শ্রাবন্তী-অঙ্কুশ
লন্ডনে শ্রাবন্তী-অঙ্কুশ

একই সঙ্গে তাঁরা পাড়ি দিয়েছেন। যদিও শুটিংয়ের পাশাপাশি তাঁরা যে বেশ ঘুরে বেড়াচ্ছেন তা তাঁদের ছবি দেখেই বোঝা যাচ্ছে। 

 

5/6
লন্ডনে শ্রাবন্তী-অঙ্কুশ
লন্ডনে শ্রাবন্তী-অঙ্কুশ

শোনা যাচ্ছে শ্রাবন্তীর সঙ্গে ছবির শুটিংয়ের পরই লন্ডনেই রাজা চন্দের একটি ছবিরও শুটিং সারবেন অঙ্কুশ। 

 

6/6
লন্ডনে শ্রাবন্তী-অঙ্কুশ
লন্ডনে শ্রাবন্তী-অঙ্কুশ

সেই ছবিতে অঙ্কুশের বিপরীতে দেখা যাবে ঐন্দ্রিলাকে। শ্রাবন্তীর পোস্টের নিচে ঐন্দ্রিলা লেখেন যে, 'খুব তাড়াতাড়ি আসছি'। 





Read More