PHOTOS

Srabanti: নারীপাচার চক্রে নাম জড়িয়েছে, নিজের বিরুদ্ধেই লড়াইয়ে শ্রাবন্তী...

Srabanti: একের পর এক ছবি রয়েছে শ্রাবন্তীর তালিকায়। একদিকে শুভ্রজিতের দেবী চৌধুরানী হতে চলেছেন তিনি তো অন্যদিকে বৃহস্পতিবার থেকে শুরু হল তাঁর নতুন ছবি 'সাদা রঙের পৃথিবী'র শ্যুটিং। 

Advertisement
1/6
বেনারসে শ্রাবন্তী
বেনারসে শ্রাবন্তী

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজর্ষি দে-র আগামী ছবি ‘সাদা রঙের পৃথিবী’। এই ছবিতে প্রথমবার দ্বৈত চরিত্রে দেখা যাবে শ্রাবন্তীকে।

 

2/6
শ্যুটিং শুরু
শ্যুটিং শুরু

বুধবারই বেনারসে পৌঁছেছে ছবির গোটা টিম। বিশ্বনাথের মন্দিরে পুজো দিয়ে বৃহস্পতিবার থেকে শুরু হল ছবির শ্যুটিং।

 

3/6
ডেবিউ
ডেবিউ

এই ছবির হাত ধরে টলিউডে ডেবিউ করলেন তৃণমূলের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ছবিতে বেশ কয়েকটি মুখ্য চরিত্রে দেখা যাবে অরিন্দম শীল, দেবলীনা কুমার, সৌরসেনী মৈত্র, ঋতব্রত মুখোপাধ্যায় সহ আরও অনেককে।

 

4/6
ধূসর চরিত্রে
ধূসর চরিত্রে

ছবির গল্প বেনারসে অবস্থিত এক বিধবাদের আশ্রমকে কেন্দ্র করে। সেই আশ্রম থেকে নারী পাচার হচ্ছে ও সেই কাজেই যুক্ত শ্রাবন্তী অভিনীত চরিত্র ভবানী।

 

5/6
দ্বৈত চরিত্রে
দ্বৈত চরিত্রে

এই প্রথম কোনও নেগেটিভ চরিত্রে দেখা যাবে শ্রাবন্তীকে। পাশাপাশি এই প্রথম দ্বৈত চরিত্রে অভিনয় করছেন তিনি।

 

6/6
শ্রাবন্তী
শ্রাবন্তী

ভবানীর পাশাপাশি শিবানীর চরিত্রেও দেখা যাবে তাঁকে। সেই চরিত্রের মূল উদ্দেশ্য এই দুষ্ট চক্রের বিনাশ। বেনারসে চলছে ছবির শ্যুটিং।





Read More