Mahanayak Uttam Kumar: প্রতিবারের মতো এবছরও মহানায়ক উত্তম কুমারের মৃত্যুদিনে রাজ্য সরকারের তরফে টলিউডের তারকাদের হাতে তুলে দেওয়া হয় চলচ্চিত্র জগতের বিশেষ পুরস্কার। এবছর মহানায়ক সম্মান পেলেন চার নায়িকা ও এক নায়ক।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোমবার ছিল মহানায়ক উত্তমকুমারের ৪৩ তম মৃত্যুদিন। সেই মৃত্যুদিনে প্রদান করা হল মহানায়ক সম্মান।
এবছর চার নায়িকা ও এক নায়ক পেলেন মহানায়ক সম্মান। তারমধ্যে অন্যতম কোয়েল মল্লিক।
এবছর মহানায়ক সম্মান পেলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
মহানায়ক সম্মান পেলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
এবছর মহানায়ক সম্মান পেলেন অভিনেতা অঙ্কুশ হাজরা।
মহানায়ক সম্মান পেলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শীঘ্রই প্রযোজক হিসাবে ডেবিউ করতে চলেছেন নায়িকা।
এবছর বিশেষ চলচ্চিত্র সম্মান পেলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী হাতে তুলে দিলেন এই সম্মান।
এবছর পুরস্কারপ্রাপ্তের মধ্যে অন্যতম নাম সোহিনী সরকার। তিনি পেলেন বিশেষ চলচ্চিত্র সম্মান।
দশকের পর দশক বাংলা বানিজ্যিক ছবির জনপ্রিয় পরিচালক হরনাথ চক্রবর্তী। তিনি পেলেন বিশেষ চলচ্চিত্র সম্মান।
মুখ্যমন্ত্রী মহানায়কের মৃত্যুদিনের স্মৃতিচারণা করে বলেন, ‘সেই দিনটা কিছুটা ভুলতে পারি না। আমি আর আমার মা রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম। কয়েকজন তখন দেখলাম বলতে বলতে যাচ্ছেন প্রয়াত উত্তম কুমার। এতটাই কষ্ট পেয়েছিলাম ভাবতে পারবেন না। আমরা সবাইকে পুরস্কার দিয়েছি। যতজনকে পেরেছি এখনও এই সম্মান প্রদান করে চলেছি। কাউকে আমরা বাদ দিইনি। যাঁরা যোগ্য প্রত্যেককে এই সম্মান দেব।’