Kanchan Mullick-Sreemoyee Chattoraj: সোমবার উত্তরপাড়ার বিধায়ক, অভিনেতা কাঞ্চন মল্লিকের জন্মদিন। বিয়ের পর প্রথম জন্মদিন, তাই স্ত্রী শ্রীময়ী চট্টরাজের তরফে যে জন্মদিনের এলাহি আয়োজন থাকবে, তা স্বাভাবিক। আয়োজনে কোনও খামতি রাখেননি অভিনেত্রী। কী কী ছিল জন্মদিনের আয়োজনে?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোমবার উত্তরপাড়ার বিধায়ক, অভিনেতা কাঞ্চন মল্লিকের জন্মদিন।
এদিন সকালেই সোশ্যাল মিডিয়ায় কাঞ্চনকে শুভেচ্ছা জানান তাঁর স্ত্রী শ্রীময়ী চট্টরাজ।
বিয়ের পর প্রথম জন্মদিন, তাই এই সেলিব্রেশন যে একটু স্পেশাল হবে তা বলাই বাহুল্য।
জন্মদিনের মেনুতে ছিল এলাহি আয়োজন। ইলিশ মাছ থেকে মটন, পড়েছে পাতে।
জামাইয়ের প্রথম জন্মদিন, তাই এসেছেন শ্রীময়ীর বাবা-মা, দাদা-বউদি।
কাঞ্চনের জন্য পায়েস রেঁধেছেন শ্রীময়ীর মা।
সন্ধেতে কাটা হয়েছে কেক। এছাড়াও কাঞ্চনের জন্য শ্রীময়ীর তরফে ছিল বেশ কিছু সারপ্রাইজ।
জন্মদিনটা পরিবারের সঙ্গেই কাটাচ্ছেন কাঞ্চন মল্লিক।