Kalki 2898 AD: মুক্তি পেয়েছে নাগ অশ্নিনের ছবি 'কল্কি ২৮৯৮ এডি'। এই ছবিকে ঘিরে প্রথম থেকেই প্রত্যাশা তুঙ্গে। রিলিজের প্রথমদিনেই এই ছবির ব্যবসা ২০০ কোটি ছুঁয়ে ফেলবে বলে ধারণা বক্স অফিস বিশেষজ্ঞদের।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৃহস্পতিবার মুক্তি পেল নাগ অশ্নিনের বহু প্রতীক্ষিত ছবি 'কল্কি ২৮৯৮ এডি'। মহাভারতকে কেন্দ্র করে এগিয়েছে এই কল্পবিজ্ঞানের গল্প।
কমল হাসান, অমিতাভ বচ্চন, প্রভাস, দীপিকা পাড়ুকোন, দিশা পাটানির উপস্থিতিতে এই ছবির কাস্টিং প্রথম থেকে চর্চায়।
ছবিতে ভিলেন চরিত্রে নজর কেড়েছেন কমল হাসান। তাঁর লুক সত্যিই চমকে দেওয়ার মতো।
তবে মূল চরিত্র ছাড়াও এই ছবিতে রয়েছেন একগুচ্ছ তারকা। যাঁদের দেখা গেল গুরুত্বপূর্ণ ক্যামিও চরিত্রে।
ছবিতে একটি গুরুত্বপূর্ণ ক্যামিওতে দেখা মেলে পরিচালক এসএস রাজামৌলির।
এই ছবিতে চমকপ্রদ এন্ট্রি ছিল দুলকার সলমানের। ছোট হলেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে তাঁকে।
এই ছবির অন্যতম চমকে দেওয়া চরিত্রে রয়েছেন ম্রুণাল ঠাকুর।
এই ছবির সবচেয়ে বড় চমক রামগোপাল বর্মা। প্রভাসের চরিত্রটিকে সাহায্য করতে এগিয়ে আসে সে।
ছোট্ট চরিত্র হলেও খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলল বিজয় দেবেরাকোন্ডার।