PHOTOS

Jalpaiguri News:কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড একাধিক গ্রাম; এলাকা বিদ্যুত্ হীন, ক্ষতিগ্রস্থ কয়েকশো বাড়ি

Jalpaiguri News: রাতের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকশো বাড়ি। এখনও বহু বাড়ির ঘরের উপরে গাছ পড়ে রয়েছে। এলাকা বিদ্যুৎহীন। বহু বাড়িঘর ভেঙে তছনছ।সকাল থেকে চা খাওয়ার মতন ব্যবস্থা নেই ঝড়ে। এতটাই ক্ষতিগ্রস্ত তারা। 

 

Advertisement
1/6

কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা। বহ বাড়ি ভেঙে চুরমার। -তথ্য ও ছবি-প্রদ্যুত্ দাস

 

2/6

ক্ষতিগ্রস্ত এলাকাগুলি হল বারোঘরিয়া মৌজা, পাককিদাহ , যাকইকোনা ভেমটিয়া, দক্ষিণ ডাঙ্গাপাড়া দাম বাড়ি, ও মধ্যবোগাড়ির কিছু এলাকা। -তথ্য ও ছবি-প্রদ্যুত্ দাস

 

3/6

শনিবার রাতের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকশো বাড়ি। এখনও বহু বাড়ির ঘরের উপরে গাছ পড়ে রয়েছে। এলাকা বিদ্যুৎহীন।  -তথ্য ও ছবি-প্রদ্যুত্ দাস

4/6

অভিযোগ এখনও পর্যন্ত প্রশাসনের কোনও আধিকারিক এলাকায় আসেননি।  হঠাৎ এই  এই ঘটনায় বড়সড় ক্ষতি সম্মুখীন পাট সহ অন্যান্য ফসলেরও প্রচুর ক্ষতি হয়েছে বলে বাসিন্দারা জানান। -তথ্য ও ছবি-প্রদ্যুত্ দাস

5/6

রাতে ঝড়ের ঘটনার পর রবিবার সকালে দক্ষিণ ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা রজিবা খাতুন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্বামী তহিদুল ইসলাম কাজের সুবাদে বাইরে থাকার কারণে এদিন সকালে বাড়িতে এসে দেখেন বিধ্বংসী ঘরের দাপটে বাড়িঘর লন্ডভন্ড বাড়ির ঘরের উপরে গাছ উপরে পড়ে রয়েছে। অভিযোগ পঞ্চায়েতকে জানিও হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স বা কোন ব্যবস্থা হয়নি। চরম সমস্যায় বাসিন্দারা। -তথ্য ও ছবি-প্রদ্যুত্ দাস

6/6

এলাকার বহু বাড়িঘর ভেঙে তছনছ।সকাল থেকে চা খাওয়ার মতন ব্যবস্থা নেই ঝড়ে। এতটাই ক্ষতিগ্রস্ত তারা। -তথ্য ও ছবি-প্রদ্যুত্ দাস





Read More