Earthquake in Alaska: এই নিয়ে এক সপ্তাহে দুবার। ৬.২ মাত্রার কম্পনে কেঁপে উঠল আলাস্কার মাটি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক সপ্তাহের মধ্যে ফের কেঁপে উঠল আলাস্কা। সোমবার সকালে ৬.২ মাত্রায় কম্পন অনুভূত হয় সেখানে।
NCS সোশ্যাল মিডিয়ায় পোস্টে জানিয়েছে, ভূমিকম্পটি ৪৮ কিলোমিটার গভীরে আঘাত হানে। যা পরবর্তী কম্পনের সম্ভাবনাকে বাড়িয়ে তোলে। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল আলাস্কার স্যান্ড পয়েন্ট শহর থেকে ৮১ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে।
এই উপদ্বীপটি প্রশান্ত মহাসাগরের 'রিং অফ ফায়ার' অঞ্চলের অংশ হওয়ায় এখানে প্রায়ই ভূমিকম্প হয়। এই অঞ্চলটি পৃথিবীর সবচেয়ে ভূকম্পনপ্রবণ এলাকাগুলির একটি। তবে এই ভূমিকম্পে কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।
গত ১৭ জুলাই রিখটার স্কেলে ৭.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আলাস্কা উপকূলকে কাঁপিয়ে তোলে। NCS-এর মতে, এই ভয়ানক ভূমিকম্পটির উত্স ছিল ৩৬ কিলোমিটার গভীরে। ফলে তার আফটার শকে সুনামি হতে পারে বলে জানানো হয়।
উল্লেখ্য, অগভীর (shallow) ভূমিকম্প সাধারণত গভীর (deep) ভূমিকম্পের চেয়ে বেশি বিপজ্জনক হয়। কারণ, অগভীর ভূমিকম্প থেকে উত্পন্ন কম্পনের তরঙ্গ মাটির উপরের দিকে পৌঁছাতে কম সময় লাগে, যার ফলে ভূমিতে কম্পন বেশি অনুভূত হয়। এর ফলে ক্ষয়ক্ষতির পরিমাণের আশঙ্কা বেশি থাকে। এবং প্রাণহানিরও ঝুঁকি থাকে।
আলাস্কা উপসাগরে ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছিল, যা জানিয়েছে মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা।
আলাস্কার উপকূলে অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ এলাকা। এখানে কমপক্ষে ১৩০টি ঘুমন্ত আগ্নেয়গিরিও রয়েছে। ফলে সেসব যে কোনও সময় জেগে উঠতে পারে।