Haryana bus accident: স্কুল থেকে গাড়ি করে বাচ্চারা বাড়ি ফিরছিল। স্টিয়ারিং হুইলে ত্রুটির কারণে চালক গাড়ির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গাড়ি সোজাসুজি গিয়ে পড়ে খালে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোমবার সকালে ভয়ংকর বাস দুর্ঘটনা। কচিকাঁচাদের নিয়ে বাস সোজা গিয়ে উল্টে পড়ল খালে। দুর্ঘটনায় গুরুতর আহত ৯ পড়ুয়া-সহ ১১ জন গুরুতর হয়েছে বলে জানা গিয়েছে।
আহত শিশু, চালক, কন্ডাক্টর-সহ নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, স্টিয়ারিং হুইলে ত্রুটির কারণে চালক গাড়ির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গাড়ি সোজা গিয়ে পড়ে খালে। পেহোয়ার গুরু নানক একাডেমির বাসটি পড়ুয়াদের নিয়ে তখন বাড়ি ফিরছিল।
ঘটনাটি ঘটে, হরিয়ানার কৈথাল জেলায়। শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করে। পথচারীরা তাদের উদ্ধার করতে ঘটনাস্থলে ছুটে আসে।
তারা ডুবে যাওয়া বাস থেকে আহতদের টেনে বের করে হাসপাতালে নিয়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়েই সেখানে স্থানীয় পুলিস ও প্রশাসন ছুটে আসে। জরুরি ব্যবস্থা গ্রহণ করে। স্থানীয়দের সহায়তায় পুলিস একে একে আহতদের বের করে আনে।
জানা গিয়েছে, আহতদের সকলের অবস্থাই আশঙ্কাজনক।