PHOTOS

Subhanshu Shukla: নিজের প্রিয় ৩ 'ঘরের খাবার' নিয়েই মহাকাশে শুভাংশু! ব্যাকপ্যাকে আছে ৫ প্যাকেট করে...

NASA Axiom Mission 4: মহাকাশে শুভাংশু শুক্লা (Subhanshu Shukla) সঙ্গে নিয়েছেন নিজের প্রিয় ৩ 'জিনিস'... যার সবগুলোই তিনি সঙ্গী মহাকাশচারীদের সঙ্গে ভাগ করে নেবেন বলে জানিয়েছেন।

Advertisement
1/8
মহাকাশে শুভাংশু নিলেন নিজের প্রিয় ৩ 'জিনিস'...
মহাকাশে শুভাংশু নিলেন নিজের প্রিয় ৩ 'জিনিস'...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বুধবার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ড্রাগন মহাকাশযানে চেপে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশে রওনা দিয়েছেন শুভাংশু শুক্লা। 

2/8
মহাকাশে শুভাংশু নিলেন নিজের প্রিয় ৩ 'জিনিস'...
মহাকাশে শুভাংশু নিলেন নিজের প্রিয় ৩ 'জিনিস'...

রাকেশ শর্মার ৪১ বছর পর আবার কোনও ভারতীয় মহাকাশে। ইতিহাস গড়েছেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। নাসার অ্যাক্সিওম-৪ মিশনের হয়ে ১৫ দিনের জন্য অন্তরীক্ষে গিয়েছেন শুভাংশু।

3/8
মহাকাশে শুভাংশু নিলেন নিজের প্রিয় ৩ 'জিনিস'...
মহাকাশে শুভাংশু নিলেন নিজের প্রিয় ৩ 'জিনিস'...

আর সেই মহাকাশ ভ্রমণে শুভাংশু নিজের সঙ্গে নিয়ে গিয়েছেন প্রিয় 'আম রস' ও 'হালুয়া'।  মহাকাশে শুভাংশুর এই জিনিসগুলি নিয়ে যাওয়া নিশ্চিত করেন DIBT-র প্রধান আর কুমার। DIBT বা ডিফেন্স ইনস্টিটিউট অফ বায়ো-ডিফেন্স টেকনোলজিস, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর-ই একটি অংশ।

4/8
মহাকাশে শুভাংশু নিলেন নিজের প্রিয় ৩ 'জিনিস'...
মহাকাশে শুভাংশু নিলেন নিজের প্রিয় ৩ 'জিনিস'...

আর কুমার বলেন, এই জিনিসগুলি গগনযান মিশনেরই অংশ। ইসরোতে যে যে সামগ্রী পাঠানো হয়ে থাকে, সেই তালিকা থেকেই ইসরো ৩টি জিনিস বেছে নেয়। তারপর নাসার প্রোটোকল মেনে এই জিনিসগুলি আমরা শুভাংশুর জন্য তৈরি করি। 

5/8
মহাকাশে শুভাংশু নিলেন নিজের প্রিয় ৩ 'জিনিস'...
মহাকাশে শুভাংশু নিলেন নিজের প্রিয় ৩ 'জিনিস'...

রেডি-টু-ইট আম রস, মুগ ডালের হালুয়া ও গাজরের হালুয়া,  এই ৩টে জিনিস-ই আছে শুভাংশু শুক্লার ব্যাকপ্যাকে। এই প্রতিটার ১০০ গ্রামের প্যাক তৈরি করেছে DIBT। প্রত্যেকটার ৫ প্যাকেট করে মহাকাশে নিয়ে গিয়েছেন শুভাংশু।

6/8
মহাকাশে শুভাংশু নিলেন নিজের প্রিয় ৩ 'জিনিস'...
মহাকাশে শুভাংশু নিলেন নিজের প্রিয় ৩ 'জিনিস'...

DIBT-র প্রধান আর কুমার আরও বলেন, এর সবগুলোই মহাকাশে বিশেষ খাদ্য চাহিদার কথা মাথায় রেখে বিশেষভাবে তৈরি। কোনওরকম প্রিজারভেটিভ, বাণিজ্যিক পরিশোধনকারী ছাড়াই তৈরি করা। ঘরের তাপমাত্রাতেই এগুলো ১২ মাস পর্যন্ত রাখা যায়।

7/8
মহাকাশে শুভাংশু নিলেন নিজের প্রিয় ৩ 'জিনিস'...
মহাকাশে শুভাংশু নিলেন নিজের প্রিয় ৩ 'জিনিস'...

এক বিশেষ ধরনের প্যাকেজিংও করা হয় মহাকাশে খাবার পাঠানোর ক্ষেত্রে। প্যাকেজিংয়ের ইন্টিগ্রিটি টেস্ট হয়। সরাসরি প্যাকেট থেকেই খাওয়া যায় এগুলি।

8/8
মহাকাশে শুভাংশু নিলেন নিজের প্রিয় ৩ 'জিনিস'...
মহাকাশে শুভাংশু নিলেন নিজের প্রিয় ৩ 'জিনিস'...

শুভাংশু শুক্লা জানিয়েছেন, আম রস, মুগের হালুয়া ও গাজরের হালুয়া- এই ৩টি জিনিসই তাঁর খুব প্রিয়। তাঁর সঙ্গে নিয়ে যাওয়া এই আম রস, হালুয়া তিনি সঙ্গী মহাকাশচারীদের সঙ্গে ভাগ করে নেবেন বলেও জানিয়েছেন গ্রুপ ক্যাপ্টেন। 





Read More