ইউভানের জন্মদিনের ট্যুর নেহাত মন্দ কাটছে না। ছেলেকে নিয়ে জমিয়ে ইউরোপ সফর করছেন রাজ-শুভশ্রী।
দু'দিন আগেও ছিলেন সুইৎজারল্যান্ডে, এবার সেখান থেকে প্যারিস পৌঁছলেন রাজ-শুভশ্রী। আইফেল টাওয়ারের সামনে থেকে ছবি পোস্ট করলেন নায়িকা।
প্যারিসের হোটেল থেকে মনোরম সূর্যাস্তের মুহূর্ত লেন্সবন্দি করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তারই ক্ষণিক মুহূর্ত শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।
আবার কখনও রেস্তোরাঁয় বসে হাবি রাজ চক্রবর্তীর সঙ্গে সেলফি তুলেছেন শুভশ্রী। সেই ছবিতে রাজকে অবশ্য কিছুটা অন্যমনস্কই দেখাল। তবে আয়নার প্রতিবিম্ব বলল তাঁরা সেই মুহূর্তে রেস্তোরাঁতেই ছিলেন।
সুইৎজারল্যান্ড থেকে 'ইউরো রেলে' প্যারিস পৌঁছোন রাজ-শুভশ্রী। সুইৎজারল্যান্ডের স্টেশন থেকে বুধবারই ছবি পোস্ট করেন রাজ। লিখেছিলেন 'প্যারিস কলিং'।
রাজ-শুভশ্রী সঙ্গে পোজ দিলেন তাঁদের আরও দুই সঙ্গী।
প্যারিস যাওয়ার পথে রেল স্টেশনে ইউভানকে প্যারাম্বুলেটরে চড়িয়ে ছেলের সঙ্গে ছবি তোলেন রাজ-শুভশ্রী।
ছেলের সঙ্গে ছবি তুললেন শুভশ্রী, প্যারাম্বুলেটরে চড়ে পোজ দিল ছোট্ট ইউভানও।