PHOTOS

Sun Shani Shukra Yuti: বিরল ত্রিগ্রহী রাজযোগ! দীর্ঘ ৩০ বছর পরে একযোগে শুক্র-সূর্য, সঙ্গে স্বয়ং শনিদেব! এর জেরে কাদের ভাগ্য তুঙ্গে?

Sun Shani Shukra Yuti: দীর্ঘ তিনটি দশক পরে এ কী বিরল যোগাযোগ? স্বয়ং শনি সূর্যের সঙ্গে? কী হবে এতে? জেনে নিন।

Advertisement
1/6
৩০ বছর পরে
৩০ বছর পরে

জানা গিয়েছে, ৩০ বছর পরে মীন রাশিতে সূর্য, শনি ও শুক্রের সংযোগ তৈরি হতে চলেছে। 

2/6
সাফল্য-শান্তি-সমৃদ্ধি
সাফল্য-শান্তি-সমৃদ্ধি

এটাকে বলা হচ্ছে, ত্রিগ্রহী যোগ। এই যোগের ফলে এবার অর্থের বৃষ্টি হবে কিছু কিছু রাশির জাতক-জাতিকাদের মাথায়। শুধু টাকাই নয়, সামগ্রিক ভাবেই এঁদের জীবন সাফল্যে-শান্তিতে-সমৃদ্ধিতে ভরে উঠবে। 

3/6
কোন কোন রাশি
কোন কোন রাশি

বলা হচ্ছে, এই যোগের ফলে কয়েকটি রাশির ভাগ্যের চাকা ঘুরবে ৷ তাহলে, আসুন, জেনে নেওয়া যাক, এই যোগে ঠিক কোন কোন রাশির কপাল খুলবে।

4/6
কর্কট রাশি
কর্কট রাশি

ত্রিগ্রহী রাজযোগের জেরে কপাল খুলবে কর্কট রাশির জাতক-জাতিকাদেরও। চাকরিজীবীদের জন্য ভালো। টাকাও আসবে। এই সময়ে তাঁদের যে কোনও কাজেই ভাগ্যের সহায়তা পাবেন এঁরা। সব মিলিয়ে খুবই ভালো সময়। 

5/6
ধনু রাশি
ধনু রাশি

ধনু রাশির জাতক-জাতিকাদের জন্যও এই ত্রিগ্রহী রাজযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ৷ এঁদের সামাজিক প্রতিষ্ঠা বাড়বে ৷ এঁদের জীবনে সুখশান্তি আগের থেকে আরও বেশি আসতে চলেছে। দাম্পত্যজীবন আরও ভাল হবে এঁদের।

6/6
মীন রাশি
মীন রাশি

মীন রাশির জাতকদের হাতে আসবে প্রচুর টাকা। এবং শুধু টাকা-পয়সা নয়, এঁদের সামাজিক মান-মর্যাদা বাড়বে, ব্যবসাবাণিজ্যে খুলে যাবে নতুন নতুন সম্ভাবনা। এঁদের প্রায় সমস্ত কাজেই আসবে সাফল্য।

(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)





Read More