Cyclone Dana Alert: আবারও ক্ষয়ক্ষতি আশঙ্কা করছে সুন্দরবন বাসিন্দারা। ইতিমধ্যে সুন্দরবন কোষ্টাল ও ঝড়খালি কোষ্টাল থানা পক্ষ থেকে এলাকার যে সমস্ত নদীবাধ গুলো দুর্বল আছে সেগুলোর উপর নজর রাখা হচ্ছে।
প্রসেনজিত্ সর্দার: আবারও একটা প্রাকৃতিক দুর্যোগ। অতি ভারী বৃষ্টি বুধ ও বৃহস্পতিবার সতর্কতা সঙ্গে ঝড়ো হাওয়া বইতে পারে।
এর ফলে আবারও ক্ষয়ক্ষতি আশঙ্কা করছে সুন্দরবন বাসিন্দারা। ইতিমধ্যে সুন্দরবন কোষ্টাল ও ঝড়খালি কোষ্টাল থানা পক্ষ থেকে এলাকার যে সমস্ত নদীবাধ গুলো দুর্বল আছে সেগুলোর উপর নজর রাখা হচ্ছে।
ইতোমধ্যেই গ্রামের বাসিন্দারা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় মেরামতের কাজ করবে বলে জানা যাচ্ছে।
গোসবা,বাসন্তী, ঝড়খালী, সুন্দরবন কোষ্টাল থানার পক্ষ থেকে মাইকিং প্রচার চালাবে সোমবার।
সোমবার থেকে নদী পথে মাছ ধরতে যাওয়ার নিষেধাজ্ঞা করা হবে মৎস্যজীবীদের। এবং যারা মাছ ধরতে বেরিয়ে গেছে নদীতে তাদেরকে আগামীকালকের মধ্যে ফিরে আসার জন্য মাইকিং চালাবে প্রশাসন।
যারা নদীর ধারে বসবাস করে তাদের কাছাকাছি কোনও আয়লা বাড়ি বা পাকা কোনও স্কুল বাড়িতে আগে থেকেই চলে যাওয়ার এমনি নির্দেশ প্রশাসনের তরফ থেকে।