PHOTOS

Sunil Grover: ‘কপিল শর্মা শো ছেড়ে এ কী হাল!’ রাস্তায় বসে ছাতা বেচছেন সুনীল গ্রোভার...

Sunil Grover: কপিল শর্মা শোয়ের হাত ধরে ছোটপর্দায় তুমুল জনপ্রিয়তা পান সুনীল গ্রোভার। শুধু ছোটপর্দাতেই নন, বড়পর্দাতেও সলমান খানের সঙ্গে অভিনয় করেছেন তিনি। তাঁর মিমিক্রি ও কমিক টাইমিংয়ের দক্ষতায় মুগ্ধ গোটা বলিউড। সেই সুনীলকে এবার দেখা গেল রাস্তায় বসে ছাতা বেচতে। তাজ্জব তাঁর ফ্যানেরা।

Advertisement
1/10
ভাইরাল ছবি
ভাইরাল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলিউডের এই মুহূর্তের অন্যতম জনপ্রিয় কমেডিয়ান  অভিনেতা সুনীল গ্রোভার।

 

2/10
ভাইরাল ছবি
ভাইরাল ছবি

তবে বেশ কয়েকদিন তাঁকে দেখা যায়নি পর্দায়। কী করছেন অভিনেতা?

 

3/10
ভাইরাল ছবি
ভাইরাল ছবি

শোনা যাচ্ছিল, সুনীলকে দেখা যাবে শাহরুখের জওয়ান ছবিতে। তবে এর মাঝেই সামনে এল নয়া তথ্য।

 

4/10
ভাইরাল ছবি
ভাইরাল ছবি

লোনাভালায় রাস্তায় ভুট্টা বেচতে দেখা গেল অভিনেতাকে।

 

5/10
ভাইরাল ছবি
ভাইরাল ছবি

মুম্বই লোনাভালা হাইওয়েতে একটি ভ্যানে বসে ভুট্টা, আম, পেয়ারা বেচছেন অভিনেতা।

 

6/10
ভাইরাল ছবি
ভাইরাল ছবি

এখানে শেষ নয়, একটি ছবিতে দেখা গেল রাস্তার ধারে রুটি বানাচ্ছেন জনপ্রিয় অভিনেতা।

 

7/10
ভাইরাল ছবি
ভাইরাল ছবি

ছবিতে দেখা যাচ্ছে, তাঁকে সাহায্য করছেন এক মহিলা।

 

8/10
ভাইরাল ছবি
ভাইরাল ছবি

প্রবল বৃষ্টির মাঝে রাস্তায় ছাতা বেচতেও দেখা গেল সুনীলকে।

 

9/10
ভাইরাল ছবি
ভাইরাল ছবি

ছবি দেখে নেটিজেনরা কেউ লিখেছেন ‘কপিল শর্মা শো ছেড়ে এ কী হাল!’ কেউ আবার তাঁর অবস্থা নিয়ে দুশ্চিন্তা করেছেন। কেউ আবার তাঁর গ্রাউন্ডেড পার্সোনালিটিকে সাধুবাদ জানিয়েছেন।

 

10/10
ভাইরাল ছবি
ভাইরাল ছবি

তবে এই সব ছবি যে মজা করেই তুলেছেন সুনীল, তার প্রমাণ পাওয়া যায় ছবির ক্যাপশনেই। ভুট্টার ভিডিয়োতে লিখেছেন, ‘আগামী মিশনের উদ্দেশ্যে’। ছাতা বেচার ছবি পোস্ট করে লিখেছেন, ‘এত বৃষ্টিতে আমার ছাতাটাও বিক্রি হয়ে গেল’।





Read More