Sunita Williams | NASA: ৯ মাস পর ফিরতে চলেছেন তিনি। তাঁদের সকলকে ফিরিয়ে আনতে রবিবার সকাল ইলন মাস্কের সংস্থা স্পেস এক্স সুনীতা এবং ব্যারিকে মহাকাশ থেকে ফিরিয়ে আনার দায়িত্ব পেয়েছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বড় খবর জানাল নাসা। খুব শীঘ্রই পৃথিবীতে ফিরতে চলেছেন অবশেষে প্রায় ৯ মাস পর ফিরতে চলেছেন তিনি। তাঁদের সকলকে ফিরিয়ে আনতে রবিবার সকাল ইলন মাস্কের সংস্থা স্পেস এক্স সুনীতা এবং ব্যারিকে মহাকাশ থেকে ফিরিয়ে আনার দায়িত্ব পেয়েছে। সেই মতো ভারতীয় সময় শনিবার ভোরে মহাকাশের উদ্দেশে রওনা দিল তাদের ক্রিউ টেন মহাকাশযান।
নাসা সূত্রে জানা গিয়েছে, ভারতীয় সময় বুধবার ভোর রাত ৩টে ২৭ মিনিটে পৃথিবীর বুকে ল্যান্ড করবে।
এবং মঙ্গলবার (GMT ২১টা ৫৭ মিনিট) নাগাদ সুনীতাদের নিয়ে ওই মহাকাশযান নামবে ফ্লোরিডা উপকূলে।
প্রসঙ্গত, মহাকাশচারীদের সঙ্গেই পৃথিবীতে ফিরে আসবেন সুনীতা এবং ব্যারি। চলতি সপ্তাহের গোড়াতেই মহাকাশযানটির রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে অভিযান পিছিয়ে যায়।
SpaceX-এর Crew-10 মহাকাশযানটি আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র বাণিজ্যিকীকরণ প্রকল্পের অংশ।
ভারতীয় বংশোদ্ভূত নভশ্চর সুনীতা উইলিয়ামস ও তাঁর সফরসঙ্গী মহাকাশচারী বুচ উইলমোর ৯ মাসেরও বেশি সময় ধরে আটকে রয়েছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)- এ।