PHOTOS

আশুতোষ কলেজে ইংরেজি নিয়ে পড়তে চান সানি লিয়নি! মেরিট লিস্ট প্রকাশ পেতেই হইচই

Advertisement
1/5

আশুতোষ কলেজে ইংরেজি নিয়ে পড়তে চান সানি লিয়নি। তথ্য তো সে কথাই বলছে। সানির নাম প্রকাশ পেয়েছে মেরিট লিস্ট-এর প্রথম নাম হিসাবে।

2/5

আশুতোষ কলেজের ইংরেজির যে মেরিট লিস্ট প্রকাশ পেয়েছে তাতে সবার প্রথমে ছিল সানি লিয়নির নাম। মেরিট লিস্ট প্রকাশ পেতেই হইচই পড়ে যায়। 

3/5

কলেজ কর্তৃপক্ষ অবশ্য বলছ, কেউ বা কারা ইচ্ছে করে এমন কাজ করেছে। আসলে অনলাইন ফর্ম ফিলাপের সময় কারও নাম যাচাই করা হয়নি। পুরোটাই সিস্টেম জেনারেটেড। তবে ফাইনাল লিস্ট তৈরির সময় এসব ভুল শুধরে নেওয়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

4/5

এর আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মেরিট লিস্ট প্রকাশের সময়ও একবার একই ব্যাপার দেখা গিয়েছিল। আশুতোষ কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইন ফর্মের জন্য কোনও দাম ধার্য করা হয়নি। তাই এসব ভুলভাল নামের ফর্ম জমা করেছে কেউ বা কারা!

5/5

মেরিট লিস্ট প্রকাশের পর ভুল বুঝতে পারায় প্রায় সঙ্গে সঙ্গে সেটি তুলে নেয় কর্তৃপক্ষ। তবে সোশ্যাল মিডিয়ার যুগে এমন ভুলের স্ক্রিনশট ছড়িয়ে পড়তে দেরি হয়নি। 





Read More