Super Cyclonic Storm: পূর্বাভাস অনুযায়ী আরও দুর্যোগের আশঙ্কায় রীতিমতো আতঙ্কিত গ্রামবাসীরা।
চম্পক দত্ত: দুর্যোগ চলছে বাংলায়। গভীর নিম্নচাপের জেরে প্রবল দুর্যোগ। বৃষ্টির মধ্যেই হঠাৎ কয়েক সেকেন্ডের ঝড়!
আর তাতেই লণ্ডভণ্ড হয়ে গেল মেদিনীপুর শহর সংলগ্ন ভালুকখুনিয়া গ্রামের একাংশ।
সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। তারপর হঠাৎই প্রবল বৃষ্টির সঙ্গে শুরু হয় ঝড়।
স্থানীয়রা জানাচ্ছেন, ঝড়ের স্থায়িত্ব ছিল মাত্র কয়েক সেকেন্ড।
কিন্তু সেই কয়েক সেকেন্ডের ঝড়ের দাপটেই ভেঙে পড়ল একের পর এক গাছ।
ভেঙে পড়ে একাধিক বিদ্যুতের খুঁটি। উড়ে যায় একাধিক বাড়ির টিনের ছাউনি।