Jeet's son Ronav: বুমেরাং রিলিজের পর ছেলের প্রথম ছবি প্রকাশ্যে আনলেন জিৎ। অক্টোবর মাসে হয়েছে তাঁর ছেলে। অবশেষে অনুরাগীদের সামনে আনলেন ছবি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পায়ের উপর পা তুলে খালি গায়ে বসে খুদে। বুমেরাং রিলিজের পর ছেলের প্রথম ছবি প্রকাশ্যে আনলেন জিৎ। অক্টোবর মাসে হয়েছে তাঁর ছেলে। অবশেষে অনুরাগীদের সামনে আনলেন ছবি।
মেয়ে হওয়ার ১১ বছর পর ফের বাবা-মা হয়েছেন জিৎ ও তাঁর স্ত্রী মোহনা মদনানি। ছেলের জন্মের পর প্রায় ছয় মাস কেটে গেলেও তাকে আড়ালেই রেখেছিলেন অভিনেতা। ছেলের নাম রেখেছেন রোনভ।
যেখানে ছেলের একটি সিঙ্গল ছবি আর বাকিগুলো গ্রুপ ফটো। মেয়েকে জড়িয়ে রয়েছে স্ত্রী মোহনা আর লিটল প্রিন্সকে কোলে বসিয়ে ফটোশ্যুট করেছেন জিৎ।
ছেলে ও গোটা পরিবারের সঙ্গে ছবি শেয়ার কর জিৎ লেখেন, 'এই দিনটাকে আরও বিশেষ করে তুলছি। গোটা দুনিয়ার সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি আমাদের ছোট্ট সোনা রোনাভের।'
অভিনেতা অঙ্কুশ হাজরা মজা করে লিখেছেন, 'নাকটা বউদির মতো আর চোখটা পুরো তুমি। বড় হয়ে কী হবে বোঝাই যাচ্ছে।'
উল্লেখ্য, ১৪ জুন ২২ বছর পূর্তি জিতের প্রথম ছবি সাথী। সেই দিনই বাড়ির নব্য সদস্যের ছবি সামনে আনলেন জিৎ।
২০১১ সালে লখনউয়ের স্কুল শিক্ষিকা মোহনা রতলানির সঙ্গে সাত পাঁকে বাধা পড়েন জিৎ। তাঁদের মেয়ের নাম নবন্যা।