Surya Gochar 2025: সূর্যের এই গোচর ৩ রাশির জাতক-জাতিকাদের জীবনে সৌভাগ্য বয়ে আনতে পারে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জ্যোতিষশাস্ত্রে সূযদেবর্কে সমস্ত গ্রহের 'রাজা'বলা হয়। সিংহ রাশির অধিপতি 'রাজা' সূর্য।
এখন সূর্যদেব প্রায় ৩০ দিন ধরে এক রাশিতে থাকেন। তারপর পরবর্তী রাশিতে প্রবেশ করেন। এই সময়কালের মধ্যে সূর্যের রাশিচক্রের পরিবর্তন ঘটে। যা ১২ রাশির উপরও প্রভাব ফেলে।
১৪ মার্চ দোলের পরই ১৫ মার্চ মীন রাশিতে প্রবেশ করবে সূর্য। সূর্যের এই গোচর ৩ রাশির জাতক-জাতিকাদের জীবনে সৌভাগ্য বয়ে আনতে পারে। হতে পারে টাকার বর্ষা!
জ্যোতিষীদের মতে সূর্যের রাশির পরিবর্তন মিথুন রাশির জাতকদের জন্য শুভ হতে চলেছে। ব্যবসায় আর্থিক লাভ হতে পারে। অতিরিক্ত আয়ের নতুন উৎসের সন্ধান। কাজের সূত্রে বিদেশ ভ্রমণের সুযোগ। আর্থিক লাভের সুযোগ বৃদ্ধি পাবে।
ধনু রাশির জাতকরাও সূর্যের রাশি পরিবর্তনে ব্যবসায় ভালো লাভ পেতে পারেন। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। নতুন চাকরি পেতে পারেন। আয়ের উৎস বৃদ্ধি পাবে। বিবাহিতদের জীবনে সুখী দাম্পত্য যোগ।
সূর্যের মীন রাশিতে প্রবেশ মীন রাশির জাতকদের জন্য আলাদা-ই সৌভাগ্য বয়ে আনবে। ব্যবসায় লাভের সম্ভাবনা। অসম্পন্ন কাজ সম্পন্ন হবে। দামী উপহার পেতে পারেন। অজানা সম্পত্তি আপনার হাতে আসতে পারে।
(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)