PHOTOS

প্রথম ছবি 'কেদারনাথ'-এর শ্যুটিং শেষ, সুশান্তের সঙ্গে পার্টিতে ব্যস্ত সারা

Advertisement
1/6
Sushant Singh Rajput and Sara Ali Khan can’t contain their excitement at the Kedarnath wrap up party 6
Sushant Singh Rajput and Sara Ali Khan can’t contain their excitement at the Kedarnath wrap up party 6

'কেদারনাথ'-এর শ্যুটিং নিয়ে কম জলঘোল হয়নি। প্রযোজকের সঙ্গে পরিচালকের ঝামেলা, সারা আলি খানের সঙ্গে পরিচালক অভিষেক কাপুরের শ্যুটিংয়ের ডেট নিয়ে মত বিরোধ, আরও কত কী। তবে শেষপর্যন্ত শেষ হয়েছে 'কেদারনাথ'-এর শ্যুটিং। তারই পার্টিতে মাতলেন সারা, সুশান্ত ও পরিচালক অভিষেক কাপুর।

2/6
Sushant Singh Rajput and Sara Ali Khan can’t contain their excitement at the Kedarnath wrap up party 5
Sushant Singh Rajput and Sara Ali Khan can’t contain their excitement at the Kedarnath wrap up party 5

যদিও সারার সঙ্গে অভিষেক কাপুরের ঝামেলা কোর্ট পর্যন্ত পৌঁছেছিল। 'কেদারনাথ'-এর শ্যুটিং শেষ না করেই অন্য ছবির কাজ শুরু করার জন্য সারার বিরুদ্ধে মামালা করেছিলেন পরিচালক প্রযোজক অভিষেক কাপুর। যদিও পরে সেই সমস্যা নিজেদের মধ্যেই মিটমাট করে নেন সারা আলি খান ও অভিষেক কাপুর।

3/6
Sushant Singh Rajput and Sara Ali Khan can’t contain their excitement at the Kedarnath wrap up party 4
Sushant Singh Rajput and Sara Ali Khan can’t contain their excitement at the Kedarnath wrap up party 4

এই ছবিটি পটভূমিকায় থাকবে উত্তরাখণ্ডের বন্যা। ছবিতে সারাকে একজন পর্যটকের ভূমিকায় দেখা যাবে। আর সুশান্তকে দেখা যাবে একজন 'পিঠঠু'র ভূমিকায়। 

4/6
Sushant Singh Rajput and Sara Ali Khan can’t contain their excitement at the Kedarnath wrap up party 3
Sushant Singh Rajput and Sara Ali Khan can’t contain their excitement at the Kedarnath wrap up party 3

আগামী নভেম্বর মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে অভিষেক কাপুরের 'কেদারনাথ' ছবিটি। প্রসঙ্গত 'কাই পো চে' ছবির হাত ধরে বলিউডে পরিচালক হিসাবে ডেবিউ করেন অভিষেক কাপুর। 'কেদারনাথ' তাঁর দ্বিতীয় ছবি। 

5/6
Sushant Singh Rajput and Sara Ali Khan can’t contain their excitement at the Kedarnath wrap up party 2
Sushant Singh Rajput and Sara Ali Khan can’t contain their excitement at the Kedarnath wrap up party 2

মেয়ে সারার প্রথম ছবির শ্যুটিং শেষ হওয়াতে খুশি বাবা সইফ আলি খানও। তিনি জানিয়েছে, '' আমি ভীষণ খুশি এবং উৎসাহী। খুব তাড়াতাড়ি ছবিটির মুক্তির দিন এগিয়ে আসছে। আমার মনে হচ্ছে যে আমার নিজের ছবিই মুক্তি পেতে চলেছে। ''

6/6
Sushant Singh Rajput and Sara Ali Khan can’t contain their excitement at the Kedarnath wrap up party 1
Sushant Singh Rajput and Sara Ali Khan can’t contain their excitement at the Kedarnath wrap up party 1

সারা এখন তাঁর প্রথম দুটি ছবির মুক্তি অপেক্ষায় রয়েছেন। একটি 'সিম্বা' ও অন্যটি 'কেদারনাথ'। তবে ছবিদুটি মুক্তি পাওয়ার পর সেগুলি বক্স অফিসে কতটা সাফল্য পায় এখন সেটাই দেখার।





Read More