#UPDATE Maharashtra: CBI team investigating #SushantSinghRajputCase leaves DRDO guest house in Mumbai https://t.co/egRQbrjNco pic.twitter.com/FHscmQ2rRB
— ANI (@ANI) August 22, 2020
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই অভিনেতার বান্দ্রার ডুপ্লেক্স ফ্ল্যাটে পৌঁছেছেন CBI আধিকারিকরা।
Maharashtra: A team of Mumbai Police arrives at the residence of #SushantSinghRajput, where a CBI team is already present pic.twitter.com/Cr7YoS6qWi
— ANI (@ANI) August 22, 2020
CBI টিম সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটের সামনে ভিড় করেছেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। ভিড় জমিয়েছেন কিছু উৎসুক, কৌতুহলী লোকজন।
ভিড় আটকাতে সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটের বাইরে মোতায়েন রয়েছে পুলিস। মুম্বই পুলিসের তরফে বাইরে ভিড় সামাল দেওয়ার চেষ্টা চলছে।
জানা যাচ্ছে, সুশান্তের মৃত্যুর ঘটনার ঘটনার পুননির্মাণ করা হবে আজই। ঠিক কীভাবে সেদিন ঘটনাটা ঘটেছিল বা ঘটে থাকতে পারে সেই বিষয়টিই বোঝার চেষ্টা করবে CBI।
Maharashtra: Neeraj and Sidharth Pithani along with the CBI team outside the residence of #SushantSinghRajput in Mumbai. pic.twitter.com/SbiGOWzpKV
— ANI (@ANI) August 22, 2020
CBI প্রতিনিধিরা সুশান্তের বান্দ্রা ফ্ল্যাটে বন্ধু সিদ্ধার্থ পিঠানি এবং তাঁর ফ্ল্যাটের অন্যান্য কর্মীদেরও সেখানে নিয়ে গেছেন।
এদিন ঘটনাস্থলে সিদ্ধার্থ পিঠানি ও সুশান্তের কুক নীরজ পৌঁছতেই তাঁদের ঘিরে ধরার চেষ্টা করেন কিছু লোকজন, ভিড় এড়িয়ে তাঁদের চটজলদি গাড়িতে তুলে নেওয়া হয় বলে খবর।
সংবাদমাধ্যমের প্রতিনিধিদের এড়িয়ে গাড়ির পিছনের সিটে বসে থাকতে দেখা যায় সিদ্ধার্থ পিঠানি ও রাঁধুনি নীরজ। তাঁদের নিজেদের মধ্যে কথাবার্তা বলতে ও ফোন নিয়ে কিছু দেখতেও দেখা যায়।
সিদ্ধার্থ পিঠানি, সুশান্তের রাঁধুনি নীরজ ছাড়াও রয়েছেন আরও এক রাঁধুনি দীপেশ সাওয়ান্ত। ঘটনার দিন ওই তিনজন সুশান্তের ফ্ল্যাটেই ছিলেন বলে জানা গিয়েছে।
Maharashtra: Central Bureau of Investigation (CBI) team at the residence of #SushantSinghRajput in Mumbai. pic.twitter.com/yNNNUUSgLG
— ANI (@ANI) August 22, 2020
সুশান্তের ফ্ল্যাটে পৌঁছে উপরের তলায় উঠে যেতে দেখা যায় CBI আধিকারিকদের।
জানা যাচ্ছে, CBI-এর তরফে ইতিমধ্যেই সিদ্ধার্থ পিঠানিকে DRDO গেস্ট হাউসে ডেকে নিয়ে গিয়ে এক দফা জিজ্ঞাসাবাদ করেছেন CBI আধিকারিকরা।
এদিকে শুধু CBI আধিকারিকরাই নন, সুশান্তের ফ্ল্যাটে পৌঁছেছেন ফরেন্সিক টিমের সদস্যরাও।
Maharashtra: A team of forensic experts at the residence of #SushantSinghRajput in Mumbai. https://t.co/LThfYwQkOq pic.twitter.com/lVFknUKBzh
— ANI (@ANI) August 22, 2020
AIIMS-এর তরফে তৈরি ৫ সদস্যের ফরেন্সিক টিম ফের সুশান্তের ময়নাতদন্তের বিষয়টি খতিয়ে দেখবে বলে জানা যাচ্ছে।