PHOTOS

Swara Bhasker Walima: বিয়ের অনুষ্ঠানে স্বরার পরনে পাকিস্তানি ডিজাইনারের লেহেঙ্গা, ‘দেশদ্রোহী’ তকমা নেটপাড়ার...

Swara Bhasker Walima: গত ৬ জানুয়ারি স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করেছিলেন স্বরা ভাস্কর ও ফাহাদ আহমেদ। এরপর ১১ মার্চ থেকে নানা অনুষ্ঠানের মাধ্যমে সামাজিক বিয়ে করেন তাঁরা।

Advertisement
1/8
'স্বাদ অনুসার'
'স্বাদ অনুসার'

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত ১৯ মার্চ ছিল স্বরা আর ফাহাদের ওয়ালিমা অনুষ্ঠান। ছেলের বাড়ির তরফ থেকে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের।

 

2/8
'স্বাদ অনুসার'
'স্বাদ অনুসার'

সেই অনুষ্ঠানে এক জমকালো লেহেঙ্গা পরেছিলেন স্বরা। সেই লেহেঙ্গা তৈরি করেছেন লাহোরের এক ডিজাইনার।

 

3/8
'স্বাদ অনুসার'
'স্বাদ অনুসার'

স্বরা নিজেই জানান, লাহোর থেকে দুবাই হয়ে মুম্বই ঘুরে বরেলি এসেছে ঐ লেহেঙ্গা।

 

4/8
'স্বাদ অনুসার'
'স্বাদ অনুসার'

পাকিস্তানি ডিজাইনার আলি শীজানকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন স্বরা।

 

5/8
'স্বাদ অনুসার'
'স্বাদ অনুসার'

স্বরা জানান যে, শুধুমাত্র ডিজাইন করাই নয়, এই লেহেঙ্গায় শীজান বুনে দিয়েছেন কিছু ব্যক্তিগত বার্তাও।

 

6/8
'স্বাদ অনুসার'
'স্বাদ অনুসার'

সোনালী ও বেইজ রঙের লেহেঙ্গায় নীল ও গোলাপি সুতোর কাজ, সঙ্গে আইভরি রঙের দোপাট্টায় বেশ মানিয়েছে স্বরাকে।

 

7/8
'স্বাদ অনুসার'
'স্বাদ অনুসার'

পাকিস্তানি ডিজাইনারের লেহেঙ্গা পরেই সোশ্যাল মিডিয়ায় তুমুল কটাক্ষের মুখে পড়েন অভিনেত্রী।

 

8/8
'স্বাদ অনুসার'
'স্বাদ অনুসার'

ট্যুইটারে স্বরাকে দেশদ্রোহী বলতেও পিছপা হননি নেটিজেনরা। কেউ কেউ অভিনেত্রীকে পাকিস্তানেই বিয়ে করার পরামর্শ দেন। কেউ কেউ আবার প্রশংসাও করেছেন স্বরার।





Read More