Swastika Dutta suffering from cornea damage: উইন্ডোজ প্রোডাকশন হাউজ-এর ব্যানারে অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'-এর শ্যুটিং চলছে পাহাড়ে। শ্যুটিং সেটে দুর্ঘটনা। আহত স্বস্তিকা দত্ত। তড়িঘড়ি নিয়ে যাওয়া হল হাসপাতালে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শ্যুটিং সেটে দুর্ঘটনা। আহত স্বস্তিকা দত্ত। তড়িঘড়ি নিয়ে যাওয়া হল হাসপাতালে।
উইন্ডোজ প্রোডাকশন হাউজ-এর ব্যানারে অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'-এর শ্যুটিং চলছে পাহাড়ে।
ফাটাফাটির পর আবারও অরিত্রর ছবিতে অভিনয় করছেন স্বস্তিকা দত্ত। এছাড়াও রয়েছেন মিমি চক্রবর্তী, সোহম মজুমদার, বনি সেনগুপ্ত, অনামিকা সাহা,কাঞ্চন মল্লিক, মানসী সিনহা, শ্রুতি দাস, রজত গঙ্গোপাধ্যায়, প্রিয়াঙ্কা ভট্টাচার্য সহ একগুচ্ছ অভিনেতা।
এই ছবির শ্যুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। কর্নিয়ায় আঘাত লেগেছে তাঁর।
সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকা লেখেন, 'আমি বুঝতে পারছি যে সবকিছুই একটা কারণে ঘটে কিন্তু এটা কেন হল ঠিক বুঝলাম না। গতকাল আমার আগামী ছবি ভানুপ্রিয়া ভূতের হোটেলের শুটিং করার সময়, প্রচন্ড আহত হই। মনে হচ্ছিল, পৃথিবীর সমস্ত ব্যথাকে ছাপিয়ে এই ব্যথা।'
অভিনেত্রী আরও লেখেন, 'প্রযোজনা সংস্থার লোকজন আমাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যায়। আমি কর্নিয়ায় সাংঘাতিকভাবে আহত। এটা কীভাবে, কখন, কেন ঘটল তা আমি জানি না।
স্বস্তিকা লেখেন, 'আমার সকল সহ-অভিনেতাদের ধন্যবাদ জানাতে চাই যাঁরা আমাকে সহযোগিতা করছেন। এই ছবিটি আমার কাছে খুবই বিশেষ এবং যাই হোক না কেন, আমি এটিকে একটি বিশেষ করে তুলব। আমার প্রযোজক পরিচালক আমার ট্রিটমেন্টের কথা মাথায় রেখে শ্যুটের পরিকল্পনা করছে।'
স্বস্তিকা জানান, চোখের এই অবস্থার কারণে এই মুহূর্তে কিছু বিজ্ঞাপনের কাজ তিনি বাতিল করতে বাধ্য হয়েছেন। যার জন্য ক্ষমাও চেয়েছেন অভিনেত্রী।