PHOTOS

Swastika Mukherjee: ধুতি-পাঞ্জাবি পরেই রাস্তায়, স্বস্তিকায় মাত নেটপাড়া

Advertisement
1/6
ধুতি-পাঞ্জাবিতে স্বস্তিকা
ধুতি-পাঞ্জাবিতে স্বস্তিকা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্বস্তিকা মুখোপাধ্যায়, একদিকে যেমন তাঁর অভিনয়ে মুগ্ধ সিনেপ্রেমীরা, অন্যদিকে তাঁর স্টাইল স্টেটমেন্টও নজরকাড়া।

2/6
ধুতি-পাঞ্জাবিতে স্বস্তিকা
ধুতি-পাঞ্জাবিতে স্বস্তিকা

সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি হাজির হয়েছিলেন এক্কেবারে অন্যবেশে।

3/6
ধুতি-পাঞ্জাবিতে স্বস্তিকা
ধুতি-পাঞ্জাবিতে স্বস্তিকা

সাবেকি সাজে সবাইকে চমকে দিয়েছেন নায়িকা। সাবেকি মানে এবার আর তিনি শাড়ি পরেননি, তিনি পরেছেন সাদা ধুতি, কালো পাঞ্জাবি, পায়ে কোলাপুরী চটি।

4/6
ধুতি-পাঞ্জাবিতে স্বস্তিকা
ধুতি-পাঞ্জাবিতে স্বস্তিকা

পুরুষের পোশাকেই চমকপ্রদ স্বস্তিকা মুখোপাধ্যায়। ধুতি পাঞ্জাবির সঙ্গে তিনি বেছে নিয়েছেন আফগান জুয়েলারি।

5/6
ধুতি-পাঞ্জাবিতে স্বস্তিকা
ধুতি-পাঞ্জাবিতে স্বস্তিকা

স্বস্তিকা এদিন দেবী অ্যাওয়ার্ড পান। ছবি পোস্ট করে নায়িকা লিখেছেন, অন্তরের দেবী ও বাইরের ডিভার মেলবন্ধন।

6/6
ধুতি-পাঞ্জাবিতে স্বস্তিকা
ধুতি-পাঞ্জাবিতে স্বস্তিকা

স্বস্তিকার ছবিতেই মজেছে নেটপাড়া। ফের একবার স্টাইল স্টেটমেন্টের কারণে খবরের শিরোনামে স্বস্তিকা।





Read More