Swastika Mukherjee: গত শুক্রবার মুক্তি পেয়েছে অরিন্দম ভট্টাচার্যের ছবি ‘শিবপুর’। ছবির প্রিমিয়ারে হাজির ছিলেন না স্বস্তিকা মুখোপাধ্যায়। সেই সময় পুরী গিয়েছিলেন নায়িকা। ফিরে এসে সিনেমাহলে হাজির অভিনেত্রী। কাছের মানুষ ও সাধারণ দর্শকদের সঙ্গে বসে শিবপুর দেখলেন স্বস্তিকা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রিমিয়ারে থাকবেন না আগেই জানিয়েছিলেন। শহরে ফিরেই সিনেমাহলে শিবপুর দেখতে গেলেন স্বস্তিকা।
এদিন নায়িকা সেজেছিলেন হলুদ মলমল শাড়িতে, সঙ্গে ডিপ নেক সাদা ব্লাউজ। তবে নজর কাড়ল তাঁর নেকপিস ও আকাশী টিপ।
তবে স্বস্তিকা একা ছিলেন না। সঙ্গে ছিলেন তাঁর হাউজ হেল্পরাও। স্বস্তিকা লিখেছেন যাঁদের ছাড়া তাঁর চলবেই না।
স্বস্তিকার সঙ্গে ছবি দেখতে গিয়েছিলেন তাঁর কাছের বন্ধুরাও। স্বস্তিকাই লিখেছেন, এদিনের শো ছিল হাউজফুল।
সাধারণ দর্শকের সঙ্গেই ছবি দেখেন নায়িকা। তারপর অনুরাগীদের আবদারে সইও বিলোলেন অভিনেত্রী।
স্বস্তিকার বন্ধু তালিকায় দেখা গেল ইমন, নীলাঞ্জন, স্টাইলিস্ট অভিষেক রায়কেও। তাঁদের ছবি দেখেই বোঝা যাচ্ছে, চুটিয়ে মজা করেছেন তাঁরা।