PHOTOS

Amitabh Bachchan: ২১ বছর পর KBC-র হটসিটে বসার সুযোগ পেলেন অমিতাভের দুই কাছের মানুষ

Advertisement
1/6
হাজারতম এপিসোডে
হাজারতম এপিসোডে

নিজস্ব প্রতিবেদন: ২১ বছর ধরে কৌন বনেগা ক্রোড়পতি সঞ্চালনা করছেন অমিতাভ বচ্চন। বলিউডের কোনও সুপারস্টার বাকি নেই যিনি এই খেলায় অংশগ্রহণ করেননি। 

 

2/6
কাছের মানুষ
কাছের মানুষ

এত অতিথি এলেও অমিতাভের সবচেয়ে কাছের দুই মানুষই এই খেলায় অংশগ্রহণ করার সুযোগ পাননি এতদিন। অবশেষে কেবিসির মঞ্চে হাজির হলেন তাঁরা। 

 

3/6
দুই অতিথি
দুই অতিথি

কেবিসির ১০০০ তম এপিসোডে অমিতাভের দুই অতিথি তাঁর মেয়ে শ্বেতা বচ্চন নন্দা ও নাতনি নভ্যা নভেলি। 

 

4/6
কন্যারা সেরা
কন্যারা সেরা

মেয়ে ও নাতনির সঙ্গে ছবি পোস্ট করে অমিতাভ লিখেছেন,'কন্যারা সেরা।' তাঁর পোস্টের কমেন্টে নভ্যা ও শ্বেতা দুজনেই তাঁকে ভালোবাসা জানিয়েছেন। 

 

5/6
নীল রঙ
নীল রঙ

শ্বেতা ও নভ্যা দুজনেই এই বিশেষ এপিসোডের জন্য বেছে নিয়েছেন নীল রঙের পোশাক। 

 

6/6
সম্প্রচারের তারিখ
সম্প্রচারের তারিখ

আগামী সপ্তাহেই সম্প্রচারিত হতে চলেছে কৌন বনেগা ক্রোড়পতির ১০০০ তম এই এপিসোড। 





Read More