PHOTOS

Tamil Nadu Shocker: গাড়ির চালকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে নেত্রী, ভয়ংকর প্রতিশোধ নিলেন স্বামী

Tamil Nadu Shocker: রায়াডুকে সরিয়ে দিতে দাসথা সাহেব ও এস গোপী নামে ২ জনকে ভাড়া করেন চন্দ্রবাবু। শনিবার ভোর তিনটে নাগাদ সেবেন ওয়েলস থানার পুলিস বিনুথা ও চন্দ্রবাবুকে গ্রেফতার করে

Advertisement
1/6
দলনেত্রী সাসপেন্ড
দলনেত্রী সাসপেন্ড

তামিলনাডুর জন সেনা দলের শ্রীকলাশশী বিধানসভার ইনচার্জ কোটা বিনুথা ও তাঁর স্বামী চন্দ্রবাবুকে সাসপেন্ড করল দল।

2/6
কোটা বিনুথা
কোটা বিনুথা

কোটা বিনুথার গাড়ির চালক শ্রীনিবাসুলু ওরফে রায়াডুর(২৪) খুন ঘটনায় গ্রেফতার করা হয়েছে ওই দুজনকে।

 

3/6
জন সেনা
জন সেনা

দলের তরফে বলা হয়েছে বিনুথা ও চন্দ্রবাবুর আচরণ দলের আচরণবিধির সঙ্গে সামাঞ্জস্যপূর্ণ নয়। 

4/6
বিনুথা গ্রেফতার
বিনুথা গ্রেফতার

উল্লেখ্য, শনিবার ভোর তিনটে নাগাদ সেবেন ওয়েলস থানার পুলিস বিনুথা ও চন্দ্রবাবুকে গ্রেফতার করে। 

 

5/6
রায়াডু
রায়াডু

পুলিসের তদন্তে উঠে এসেছে বিনুথার গাড়ির চালক ছিল রায়াডু। সেই সূত্রে রায়াডুর সঙ্গে বিনুথার ঘনিষ্ঠতা গড়ে ওঠে। আর সেই কথা জানতে পেরে যান চন্দ্রবাবু। তিনিই ছক কষে রায়াডুকে সরিয়ে দেন।

6/6
রায়াডু খুন
রায়াডু খুন

রায়াডুকে সরিয়ে দিতে দাসথা সাহেব ও এস গোপী নামে ২ জনকে ভাড়া করেন চন্দ্রবাবু। ওই দুজন রায়াডুকে অপহরণ করে তারপর প্রবল মারধর করে খুন করে চেন্নাইয়ের মিন্ট এলাকায় একটি ক্যানালে ফেলে দেয়। 

 





Read More