Tamim Iqbal suffers health update: ম্যাচ চলাকালীন ঘটে গেল বড়সড় বিপত্তি। জানা গিয়েছে, সেই সময় ফিল্ডিং করছিলেন তিনি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঢাকা প্রিমিয়ার লিগ (Dhaka Premier League) চলাকালীন ঘটে গেল বড়সড় বিপত্তি। মাঠের মাঝেই লুটিয়ে পড়লেন প্রাক্তন বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ্টেন তামিম ইকবাল।
৩৬ বছর বয়সী তামিম সোমবার DPL খেলার সময় মাঠেই অসুস্থ হয়ে পড়েন। জানা গিয়েছে, সেই সময় ফিল্ডিং করছিলেন তিনি।
সেই সময় অসুস্থ বোধ করেন এবং মাঠেই শুয়ে পড়েন। সঙ্গে সঙ্গে ছুটে আসেন ডাক্তার।
প্রাথমিক চিকিৎসা করার পর বিকেএসপির পাশে ফজিলাতুন্নেছা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তামিম ইকবালের হার্টে রিং পরানো হয়েছে। বর্তমানে তিনি সিসিইউতে আছেন। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সংবাদ সংস্থার সূত্র অনুযায়ী জানা গিয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসা বিভাগের প্রধান দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, তামিমের দুবার হার্ট অ্যাটাক হয়েছিল। এখন পরিস্থিতি উন্নতির দিকে।