PHOTOS

এমনও হয়! একদা রেপ ভিক্টিমের সাহায্যে এগিয়ে-আসা শিক্ষক ফাঁসলেন অন্য যৌন কেলেঙ্কারিতে...

Madhya Pradesh: মধ্য প্রদেশের উজ্জয়িনীর এক আশ্রমের ঘটনা। এক মাইনর রেপ ভিক্টিমের সাহায্যে এগিয়ে এসেছিলেন তিনি। দারুণ প্রশংসায় ভেসে গিয়েছিলেন তখন। কিন্তু পরে, এ কী ঘটল?

Advertisement
1/6
অসহায়
অসহায়

গত বছরের সেপ্টেম্বরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল এক মাইনর রেপ ভিক্টিম। কেউ তার সাহায্যে এগিয়ে যাচ্ছিলেন না। সাহায্য করতে যাওয়া তো দূরের কথা, কেউ সেই অসহায় বালিকার দিকে ফিরেও তাকাচ্ছিলেন না!

2/6
কালো হাত
কালো হাত

সেদিন মেয়েটির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি! রাহুল শর্মা। 

3/6
বিপরীত
বিপরীত

কিন্তু সকলকে চমকে দিয়ে সম্পূর্ণ বিপরীত এক কেলেঙ্কারিতে তিনি ফাঁসলেন!

4/6
নাবালকদের সঙ্গে
নাবালকদের সঙ্গে

নাবালকদের সঙ্গে যৌনতার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। 

5/6
পকসো ধারায়
পকসো ধারায়

পকসো ধারায় মামলা রুজু হয়েছে তাঁর বিরুদ্ধে। গ্রেফতার হয়েছেন তিনি। সঙ্গে গ্রেফতার হয়েছেন আশ্রমের কেয়ারটেকার। 

6/6
গ্রেফতার
গ্রেফতার

তিন মাইনর বয়ের পরিবার আপাতত অভিযোগ জানিয়েছে। পুলিস বলছে, আরও কিছু পরিবার আছে, যাদেরকে পুলিস রাজি করাবে কোনও ঘটনা চেপে না গিয়ে পুলিসকে বলতে।





Read More