BSNL ওয়ার্ক ফ্রম হোমের জন্য একটি নতুন প্রিপেড রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে। এই প্ল্যানে মিলছে প্রতিদিন ৫ জিবি হাইস্পিড ডেটা।
BSNL-এর এই প্রিপেড রিচার্জ প্ল্যানে মিলছে ৯০ দিনের লম্বা ভ্যালিডিটি। তিন মাসের এই প্রিপেড রিচার্জ প্ল্যানের দাম ৫৯৯ টাকা।
৫৯৯ টাকার এই প্রিপেড রিচার্জ প্ল্যানে দেশের যে কোনও নেটওয়ার্কে ভয়েস কলিংয়ের জন্য মিলবে প্রতিদিন ২৫০ মিনিটের টকটাইম। সঙ্গে মিলবে প্রতিদিন ১০০টি এসএমএস।
মুম্বই ও দিল্লি বাদে দেশের সর্বত্রই ৫৯৯ টাকার রিচার্জ প্ল্যানের সুবিধা পাবেন BSNL-এর প্রিপেড গ্রাহকরা।
সব মিলিয়ে BSNL-এর ৫৯৯ টাকার এই প্রিপেড রিচার্জ প্ল্যানে ৯০ দিনের লম্বা ভ্যালিডিটির সঙ্গে মোট ৪৫০ জিবি হাইস্পিড ডেটা আর যে কোনও নেটওয়ার্কে ২২ হাজার ৫০০ মিনিট ভয়েস কলিংয়ের সুবিধা পাবেন গ্রাহকরা।