PHOTOS

করোনা রুখতে এবার আসরে নামছে জাপানের তৈরি বিশ্বের দ্রুততম ‘সুপার কম্পিউটার’ Fugaku!

Advertisement
1/5
বিশ্বের দ্রুততম ‘সুপার কম্পিউটার’ Fugaku!
বিশ্বের দ্রুততম ‘সুপার কম্পিউটার’ Fugaku!

সমগ্র বিশ্বেই করোনা পরিস্থিতি ক্রমশ আরও ভয়াবহ হয়ে উঠছে। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই সঙ্কটের পরিস্থিতিতে প্রযুক্তিকে কাজে লাগিয়ে করোনা রুখতে সচেষ্ট হয়েছে একাধিক দেশের শতাধিক ছোট-বড় সংস্থা। আর সেই উদ্যোগেই এ বার সামিল হল জাপানের সুপার কম্পিউটার ‘ফুগাকু’ (Fugaku)।

2/5
বিশ্বের দ্রুততম ‘সুপার কম্পিউটার’ Fugaku!
বিশ্বের দ্রুততম ‘সুপার কম্পিউটার’ Fugaku!

সম্প্রতি বিশ্বের দ্রুততম কম্পিউটারের খেতাব জিতেছে জাপানের টেক জায়ান্ট Fujitsu and Riken-এর তৈরি সুপার কম্পিউটার ‘ফুগাকু’ (Fugaku)। এই সুপার কম্পিউটারের মধ্যে রয়েছে ১.৫ লক্ষ হাই-পারফরম্যান্স প্রসেসিং ইউনিট।

3/5
বিশ্বের দ্রুততম ‘সুপার কম্পিউটার’ Fugaku!
বিশ্বের দ্রুততম ‘সুপার কম্পিউটার’ Fugaku!

Riken Tech-এর ডিরেক্টর সাতোশি মাৎসুওকা (Satoshi Matsuoka) জানান, মার্কিন সুপার কম্পিউটার সামিট সিস্টেমের থেকেও ২.৮ গুণ দ্রুত কাজ করতে পারে ‘ফুগাকু’। বিশ্বের আধুনিক সুপার কম্পিউটার যেমন এইচপিএল-এআই এইচপিসিজি ও গ্রাফ ৫০০-র থেকেও অনেকটাই বেশি ফুগাকুর কাজের গতি।

4/5
বিশ্বের দ্রুততম ‘সুপার কম্পিউটার’ Fugaku!
বিশ্বের দ্রুততম ‘সুপার কম্পিউটার’ Fugaku!

জানা গিয়েছে, বিগত প্রায় ৬ বছর ধরে এই সুপার কম্পিউটার তৈরি করেছে Fujitsu and Riken। সংস্থার আশা, ২০২১ সাল থেকেই কাজ শুরু করে দেবে ‘ফুগাকু’। করোনাভাইরাস নিয়ে গবেষণার কাজেই প্রথমে এই সুপার কম্পিউটারকে কাজে লাগানো হবে।

5/5
বিশ্বের দ্রুততম ‘সুপার কম্পিউটার’ Fugaku!
বিশ্বের দ্রুততম ‘সুপার কম্পিউটার’ Fugaku!

ভাইরাসের জিনগত গঠন, তার জেনেটিক মিউটেশন বিশ্লেষণ, সংক্রমণের গতি-প্রকৃতি ইত্যাদি নিয়ে বিস্তারিত গবেষণার কাজে ব্যবহৃত হবে জাপানের তৈরি সুপার কম্পিউটার ‘ফুগাকু’ (Fugaku)। ইতিমধ্যেই করোনা সংক্রান্ত গবেষণার কাজে ‘ফুগাকু’র (Fugaku) প্রযুক্তিকে কাজে লাগাতে চেয়ে প্রস্তাব পেশ করেছে দিল্লির ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি’।





Read More