Breast Cancer: লিভার ক্যানসারের পর এবার স্তন ক্যানসারে আক্রান্ত দীপিকা কক্কর? স্টেজ ২ লিভার ক্যানসারের সার্জারির পর তিনি ম্যামোগ্রাফি পরীক্ষা করিয়েছেন। অনেকদিন ধরেই তাঁর ডান কাঁধ ও হাতে মারাত্মক ব্যথা হচ্ছিল দীপিকার।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লিভার ক্যানসারের সার্জারির পর ফের অসুস্থ ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর! তাঁর সাম্প্রতিক একটি ভ্লগে নিজের স্বাস্থ্য সম্পর্কে ভক্তদের জানিয়েছেন। স্টেজ ২ লিভার ক্যানসারের সার্জারির পর তিনি ম্যামোগ্রাফি পরীক্ষা করিয়েছেন।
লিভার ক্যানসারের সার্জারির পর বড় কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি দীপিকার। কিন্তু এর মধ্যেই ‘মাউথ আলসার’-এ আক্রান্ত হয়েছেন তিনি। পাশাপাশি স্তন ক্যানসারেরও আভাস রয়েছে অভিনেত্রীর শরীরে।
লিভার ক্যানসার ধরা পড়ার আগেই তাঁর ডান কাঁধ ও হাতে মারাত্মক ব্যথা হচ্ছিল দীপিকার, যার জন্য তিনি ‘সেলিব্রিটি মাস্টার শেফ’ শো মাঝপথে ছেড়ে দেন। তখন প্রথম ম্যামোগ্রাফিতে লিম্ফ নোড ফুলে ওঠা ধরা পড়ে, যা সংক্রমণসহ বিভিন্ন কারণে হতে পারে।
ভ্লগে দীপিকা জানান, ডাক্তার তখনই পরামর্শ দিয়েছিলেন ৩ মাস পর আবার স্ক্যান করাতে। তবে সার্জারির কারণে দ্বিতীয় ম্যামোগ্রাফির সময়সীমা কিছুটা পেরিয়ে গিয়েছিল। তবু সাম্প্রতিক পরীক্ষায় দেখা গেছে, তাঁর লিম্ফ নোডগুলো এখন অনেকটাই ছোট হয়েছে।
ম্যামোগ্রাফি হল স্তন ক্যানসার নির্ণয় ও স্ক্রিনিংয়ের একটি পদ্ধতি, যেখানে কম-ক্ষমতার এক্স-রে (প্রায় ৩০ কেভিপি) ব্যবহার করা হয়। এতে স্তনে কোনও অস্বাভাবিকতা—যেমন ছোট ক্যালসিয়াম জমা, ফোলাভাব বা বিকৃতি—খুঁজে বের করা যায়। অন্যান্য এক্স-রেগুলোর মতো, ম্যামোগ্রাফিতেও আয়নাইজিং রেডিয়েশনের ব্যবহার হয়।
দীপিকার স্বামী ও অভিনেতা শোয়েব ইব্রাহিম তাঁর ভ্লগে জানিয়েছেন, সার্জারির পর দীপিকার টার্গেটেড থেরাপি শুরু হয়েছে। ভ্লগে শোয়েব বলেন, “তাঁর থেরাপি শুরু হয়েছে। আজ প্রথম দিন। কেমন লাগছে তোমার?” জবাবে দীপিকা বলেন, “এখন ভালো লাগছে। ধীরে ধীরে আরও ভালো হয়ে যাবে।” পরদিন শোয়েব জিজ্ঞাসা করেন, “আজ থেরাপির দ্বিতীয় দিন, কোনো আলসার হয়েছে?” দীপিকা জানান, “হ্যাঁ, জিভে কয়েকটা আলসার হয়েছে। তবে ঠিক হয়ে যাবে। ডাক্তার আগেই বলেছিলেন এমন হতে পারে, আর বেশি করে পানি খেতে বলেছিলেন। আমি সেটা করব। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে।”
চলতি বছরের ৩ জুন দীপিকার স্টেজ ২ লিভার ক্যানসারের জন্য ১৪ ঘণ্টা দীর্ঘ সার্জারি হয়। শোয়েব তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, “সবাইকে হ্যালো। গতকাল রাতে আপডেট দিতে পারিনি, কারণ অপারেশন অনেক দীর্ঘ ছিল। দীপি ১৪ ঘণ্টা ওটিতে ছিল। আলহামদুলিল্লাহ সবকিছু ভালো হয়েছে। এখন আইসিইউ-তে আছে, একটু ব্যথা আছে, কিন্তু স্থিতিশীল। সবাইকে অন্তরের থেকে ধন্যবাদ ভালোবাসা, প্রার্থনা ও সমর্থনের জন্য। দীপি আইসিইউ থেকে বের হলে আবার জানাব।”
দীপিকা কক্কর ও শোয়েব ইব্রাহিম ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি ‘সসুরাল সিমর কা’ ধারাবাহিকের সেটে কাজ করার সময় পরিচয়ের সূত্রে বিয়ে করেন। তাঁদের এক পুত্রসন্তান রয়েছে—রুহান, যার জন্ম ২০২৩ সালে।