IML Final | Sachin Tendulkar: সেই সমস্ত লেজেন্ড ক্রিকেটারই ফের মাঠে নেমেছিলেন। এই ম্যাচ জিতে কত টাকা পেলেন সবাই?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছোট থেকে যাঁদের ক্রিকেট খেলা দেখে আমারা প্রায় সকলেই বড় হয়েছি। সেই সমস্ত লেজেন্ড ক্রিকেটারই ফের মাঠে নেমেছিলেন।
এতদিন ধরে চলছিল, ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগ (IML)। সমস্ত প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে শুরু হয়েছিল এই লিগ। যুবরাজ সিংহের একটি ম্যাচে ৭টি ছয়।
সচিনের সেই পুরনো ফর্ম। ব্রাইন লারার ব্যাটিং। জন্টি রোডসের অসাধারণ ফিল্ডিং। সবকিছুই ভক্তরা দেখতে পেয়েছে।
কিন্তু আপনি শুনলে অবাক হবেন এই ম্যাচ জিতে কত টাকা পেলেন সবাই?
ফাইনালে সব থেকে বেশি চার মেরে ৫০ হাজার টাকা পেলেন রায়ডু। সঙ্গে তিনটি ছয় মেরে আরও ৫০ হাজার টাকা পেলেন। ম্যাচ সেরা তাই আরও ৫০ হাজার।
চ্যাম্পিয়ন ভারতের জিতল এক কোটি টাকা। ফাইনালে ভারত ৬ উইকেটে ম্যাচ জেতে। অম্বাতি রায়ডুর অসাধারণ ব্যাটিয়ের সাক্ষী থাকল সকলেই।