Ranaghat: ঝাড়খণ্ডের পাকুর থেকে চিকিৎসার জন্য কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। রাতেই লরির সঙ্গে অ্যাম্বুলেন্সের ভয়ংকর সংঘর্ষ।
বিশ্বজিত্ মিত্র: লরির সঙ্গে অ্যাম্বুল্যান্সের ভয়ংকর সংঘর্ষ। দুর্ঘটনায় মৃত অ্যাম্বুল্যান্সের ৩ জন আরোহী, আহত ৪ জন।
জানা গিয়েছে, অ্যাম্বুল্যান্স উল্টো লেনে ঢুকে গিয়ে বিপত্তি!
নদিয়ার হরিণঘাটা থানার জাগুলিয়া মোড়ের কাছে ১২ নং জাতীয় সড়কে ঘটনাটি ঘটে।
ঝাড়খন্ডের পাকুর থেকে কলকাতা পিজি হাসপাতালে রোগী নিয়ে যাচ্ছিল অ্যাম্বুল্যান্সটি।
স্থানীয় ও পুলিস সূত্রে জানা যায়, ঝাড়খণ্ডের পাকুর থেকে চিকিৎসার জন্য কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল অ্যাম্বুল্যান্সটি। ১২ নম্বর জাতীয় সড়ক হরিণঘাটা থানার জাগুলি মোড়ের কাছে রাতে লরির সঙ্গে সংঘর্ষ হয়।
ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় চারজনকে নিয়ে আসে কল্যাণী জেএনএম হাসপাতাল ও মেডিক্যাল কলেজে।