PHOTOS

Delhi News: ভয়ঙ্কর ঘটনা! কথা কাটাকাটি, বউ রেগে গিয়ে স্বামীর...

Delhi News: ভয়ঙ্কর ঘটনা নয়াদিল্লিতে। শুনলে যেকোনো পুরুষের হারহিম হয়ে যেতে পারে। স্বামীর সঙ্গে ঝগড়া করে কেটে তারই পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী।

Advertisement
1/5
হারহিম
হারহিম

ভয়ঙ্কর ঘটনা ঘটল নয়াদিল্লিতে। স্বামীর সঙ্গে অশান্তির পরে তারই পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী। শনিবার ঘটনাটি ঘটেছে নয়াদিল্লির রূপনগরে।

2/5
হারহিম
হারহিম

ঘটনার ফলে গুরুত্বরভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি বিহারের বাসিন্দা।

3/5
হারহিম
হারহিম

পুলিস তদন্তে নেমে জানতে পারে, যেদিন রাতে এই ঘটনাটি ঘটেছে। সেদিন চরম অশান্তি হয় স্বামী-স্ত্রী'র মধ্যে। 

4/5
হারহিম
হারহিম

পুলিস আরও জানায়, রাতে নেশা করে বাড়ি ফেরেন বিহারের ওই বাসিন্দা। ঝগড়া করেন স্ত্রী'র সঙ্গে। তারপরেই বাড়ি থেকে বেড়িয়ে যান তাঁর স্ত্রী। বাড়ি ফিরে এসে ধারাল অস্ত্র দিয়েই তিনি স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলেন।

5/5
হারহিম
হারহিম

ঘটনায় এখনও পলাতক মূল অভিযুক্ত। পুলিস খোঁজ চালাচ্ছে। উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসে বিহারে প্রায় একই ঘটনা ঘটেছিল। সেখানেও মহিলাটা পুরুষাঙ্গ কেটে বাথরুমে ফ্লাশ করে দিয়েছিল।





Read More