Maa Flyover Accident: দ্রুত গতিতে যাওয়ার সময় বাঁকে নিয়ন্ত্রণ হারায় বলে পুলিস সূত্রে খবর। মৃত দিশাদ আলম ও আনিস রানা, ১৮ বছরের দুই তরুণ বউবাজারের বাসিন্দা।
নান্টু হাজরা: সাত সকালে মা ফ্লাইওভারে মর্মান্তিক দুর্ঘটনা। দুই বাইক আরোহী ব্রিজের ওপর থেকে নিচে পড়ে যায়।
আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে দুজনকেই মৃত ঘোষণা করা হয়।
চিংড়িঘাটার দিকে থেকে পার্ক সার্কাস যাওয়ার সময় সায়েন্স সিটি মোড়ে ব্রিজের ওপরের ঘটনা।
দ্রুত গতিতে যাওয়ার সময় বাঁকে নিয়ন্ত্রণ হারায় বলে পুলিস সূত্রে খবর। মৃত দিশাদ আলম ও আনিস রানা, ১৮ বছরের দুই তরুণ বউবাজারের বাসিন্দা।
আরও জানা যায়, উড়ালপুলের উপর দিয়ে বাইক নিয়ে যাওয়ার সময় ডিভাইডারে ধাক্কা লেগে একেবারে উপর থেকে পড়ে যান দু’জন।
সাতসকালে দাদার বাইক নিয়ে বেরিয়েছিলেন দিশাদ। চালকের মাথায় হেলমেট থাকলেও পিছনে বসা আরোহীর মাথা ফাঁকা ছিল বলে জানিয়েছে পুলিস।