Texas remain under flood: ৪৫ মিনিটের মধ্যে নদীর জল ২৬ ফুট বেড়ে যায়। যার জেরে বন্য়া ধ্বংসাত্মক রূপ নেয়। ১০০ বছরের ইতিহাসে এমন বিপর্যয় দেখা যায়নি। ধুয়ে মুছে সাফ...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মৃত্যুপুরী টেক্সাস। হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। বন্যা ও ভূমিধসের জেরে সেন্ট্রাল টেক্সাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪। সবচেয়ে খারাপ অবস্থা কের কাউন্টির।
এখনও নিখোঁজ অনেকেই। তাঁদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে। তবে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা আধিকারিকদের।
সেখানে এখনও পর্যন্ত ২৮ জন শিশু-সহ ৮৪ জনের দেহ উদ্ধার হয়েছে। তাছাড়া অনেকেই নিখোঁজ রয়েছেন। বন্যা হতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।
ভারী বৃষ্টি মাথায় নিয়েই চলছে উদ্ধারকাজ। তবে এখনই টেক্সাসে আবহাওয়া পরিবর্তনের তেমন সম্ভাবনা নেই। ইতিমধ্যেই স্থানীয় প্রশাসনের আর্জি মেনে ‘বিপর্যয় পরিস্থিতি’ ঘোষণা করেছে হোয়াইট হাউস।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শীঘ্রই টেক্সাসে যাবেন বলে জানান ক্যারোলিন। শুক্রবার আচমকা মুষলধারে বৃষ্টি নামে। অত্যধিক বৃষ্টিপাতের ফলে গুয়াদালুপে নদীর জল হঠাৎ বেড়ে যায়। ভেসে যায় দু'পাশের সব কিছু।
বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে কের কাউন্টির ‘ক্যা মিস্টিক’। এটি একটি সাম্মার ক্যাম্প। গ্রীষ্মকাল বলেই এই ক্যাম্পে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। পরে নদীর জলের উতা ৪৫ মিনিটে ২৬ ফুট বেড়ে যায়। এদিকে ওই সময় ক্যাম্পে ছিল প্রায় ৭৫০ জন শিশু ও কিশোরী।
আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় টেক্সাসের বিভিন্ন অঞ্চলে আরও ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে প্রতিকূল আবহাওয়ার কারণে বারবার ব্যহত হচ্ছে উদ্ধারকাজ।
গত ১০০ বছরের ইতিহাসে এমন বিপর্যয় দেখা যায়নি। জলের তোড়ে ধুয়ে মুছে সাফ একের পর এক ক্যাম্পিং এলাকা।
ভারী বৃষ্টিপাত হয়েছে স্যান অ্যান্টোনিও শহরে। একটানা প্রবল বৃষ্টিতে শুক্রবার অর্থাৎ ৪ জুলাই ভোরে গুয়াদালুপ নদীর জল আকস্মিকভাবে বেড়ে যায়। তার ফলেই দেখা দেয় বন্যা।
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন, উদ্ধার অভিযানে ১৪টির বেশি হেলিকপ্টার নামানো হয়েছে। রয়েছে প্রচুর ড্রোনও। উদ্ধারকাজে নেমেছেন শয়ে শয়ে কর্মী।