India vs England 1st T20I Live Streaming: বিনামূল্যে দেখতে হয় তাহলে ডিডি স্পোর্টসে দেখতে পারেন। ঐতিহাসিক ইডেন গার্ডেন্স মাঠে অনুষ্ঠিত হবে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এসে উপস্থিত। বুধবার সন্ধ্যে ৭টা থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।
২২ জানুয়ারি কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্স মাঠে অনুষ্ঠিত হবে সেই ম্যাচ।
ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি-২০ স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্য়াটেল (সহ অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল (উইকেটকিপার), হর্ষিত রানা, আর্শদীপ সিং, মহম্মদ সামি, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই।
ইংল্যান্ডের স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), জেকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, সাকিব মহম্মদ, ফিল সল্ট, মার্ক উড, রেহান আহমেদ, জোফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন।
আপনি কীভাবে আপনার টিভি এবং মোবাইলে সিরিজের ম্যাচগুলি সরাসরি দেখতে পাবেন সেটা জেনে নিন।
টেলিভিশনের পর্দায় স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখতে পাবেন। লাইভ স্ট্রিমিং ডিজনি + হটস্টার অ্যাপ এবং ওয়েব সাইটে দেখতে পবেন। আর যদি বিনামূল্যে দেখতে হয় তাহলে ডিডি স্পোর্টসে দেখতে পারেন।