Sumona Chakravarti Photo: দ্য কপিল শর্মা শোয়ের হাত ধরে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সুমনা চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সুমনার সাম্প্রতিক ছবি।
মঙ্গলবার গোলাপি বিকিনি পরে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।
সমুদ্র সৈকতে হট পিঙ্ক বিকিনিতে ঝড় তুলেছেন অভিনেত্রী। বাঙালি কন্যে এ হেন লুক দেখে ঝড় উঠেছে নেটপাড়াতেও।
অভিনেত্রী ভালো সময় কাটাচ্ছেন থাইল্যান্ডে, সেকথা নিজেই লিখেছেন। তবে কমেন্ট বক্স জুড়ে রাজ করছেন কপিল শর্মা।
অনস্ক্রিন বউকে কী এই লুকে দেখেছে কপিল, মজা করে প্রশ্ন তুলেছেন ফ্যানেরা।
কেউ লিখেছেন, ‘কপিল এই লুকে দেখলে আর নিন্দে করত না’। কেউ আবার লিখেছেন, ‘কপিল এমনিই বলেন। আপনি তো আগুন’।