Metro New Route: রেলের অনুমোদিত প্রকল্প অনুযায়ী, জোকা থেকে চালু হয়ে এই মেট্রো এসপ্ল্যানেডে এসে শেষ হওয়ার কথা। কিন্তু এসপ্ল্যানেডে শেষ না করে মেট্রোকে বাবুঘাট পর্যন্ত নিয়ে গেলে অনেকের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।
শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: বছরশেষে সুখবর! জোকা থেকে আসা মেট্রোকে এসপ্ল্যানেড শেষ না করে বাবুঘাট পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনা।
রেলের অনুমোদিত প্রকল্প অনুযায়ী, জোকা থেকে চালু হয়ে এই মেট্রো এসপ্ল্যানেডে এসে শেষ হওয়ার কথা।
কিন্তু এসপ্ল্যানেডে শেষ না করে মেট্রোকে বাবুঘাট পর্যন্ত নিয়ে গেলে অনেকের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে ফেরি-বাসে করে আসা ব্যক্তিরা, এমনকি সার্কুলার ট্রেনে করে আসা ব্যক্তিরা এই মেট্রো পরিষেবার সুবিধা পাবেন।
পাশাপাশি বিভিন্ন ম্যাচ তা সে ফুটবল হোক বা ক্রিকেট দেখে বেরোনো দর্শকরা মেট্রো ব্যবহার করতে পারবেন।
কিন্তু বাবুঘাট এর কাছে কোথায় হবে এই স্টেশন? পরিকল্পনা চলছে স্টেশনটি ইডেন গার্ডেন ও মোহনবাগান ক্লাবের মাঝখানে করার। মাটির নীচেই হবে এই স্টেশন।
সে ক্ষেত্রে রেলওয়ে বোর্ড থেকে চূড়ান্ত অনুমতি পাওয়ার পরেই তৈরি হবে যাত্রাপথের নকশা।