Nitish Reddy's Father | Sunil Gavaskar: গাভাসকরকে দেখতে পেয়েই তাঁর পায়ে পড়ে যান মুতিয়ালা। শত চেষ্টা করেও আটকাতে পারলেন না গাভাসকর।
যখন ভারতীয় দলের ব্যাটিং অর্ডার খুব শোচনীয় অবস্থায় ছিল। ঠিক সেই মুহূর্তে 'দ্য স্যাভিয়ার' নীতীশ রেড্ডি এগিয়ে এসে একধার থেকে হাল ধরেন।
প্রথমে হাফ সেঞ্চুরি করে পা বুঝিয়ে দিলেন, 'পুস্পা ঝুকেগা নেহি'। এবং সেঞ্চুরি করে তিনি বলে দিলেন 'বাহুবলি' এখনও 'জিন্দা হে'।
ছেলের সেই অবিশ্বাস্য মুহূর্তের সাক্ষী থাকলেন মুতিয়ালা রেড্ডি। পুত্রের শতরানের পর ক্যামেরা তাক করেছিল পিতার দিকে। গ্যালারিতে দাঁড়িয়ে কাঁদছিলেন তিনি।
ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছিলেন। মেলবোর্নে পঞ্চম দিন সুনীল গাভাসকরের সঙ্গে দেখা হল নীতীশ রেড্ডির পিতার। সঙ্গে ছিলেন পরিবারের বাকিরাও। সেখানে দেখা গেল এক সুন্দর দৃশ্য।
গাভাসকরকে দেখতে পেয়েই তাঁর পায়ে পড়ে যান মুতিয়ালা। শত চেষ্টা করেও আটকাতে পারলেন না গাভাসকর।
তার পরেই মুতিয়ালাকে জড়িয়ে ধরেন গাভাসকর। দেখা যায়, মুখে শান্তির হাসি এবং চোখে জল। টেস্টে নিজের প্রথম শতরান পিতাকেই উৎসর্গ করেছেন নীতীশ।