PHOTOS

Digha Jagannath Dham Rathjatra 2025: রথের রশিতে প্রথম পড়বে টান, দীঘার জগন্নাথ মন্দির ঘিরে প্রবল আগ্রহ! হবে রেকর্ড ভিড়, থাকবেন মমতাও...

Digha Jagannath Dham: দীঘায় জগন্নাথ ধাম মন্দিরের দ্বারোদ্ঘাটনের পর এবারই প্রথম সেখানে রথযাত্রার আয়োজন হতে চলেছে। সেই নিয়ে এখন জোর চর্চা দীঘাজুড়ে। কলকাতার ইসকন এবং দীঘা জগন্নাথ মন্দিরের ট্রাস্টি কমিটির সূত্রে খবর, ২৭ জুন রথের দিন এবার দীঘায় থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হাত ধরেই রথযাত্রার উদ্বোধন হবে।

Advertisement
1/11
রথের আয়োজন
রথের আয়োজন

এবছর দীঘাতেই হবে রথের আয়োজন। জানা গিয়েছে, উল্টোরথের দিন অবশ্য কলকাতায় ইসকনের রথযাত্রায় উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী।

2/11

লোকগাথায় আছে, মাসির বাড়ি থেকে বাড়ি ফেরার পর লক্ষ্মী জগন্নাথের উপর রাগ করে থাকেন। তাই, তাঁকে ঘরে ঢুকতে দেন না। পরে তিনি গৃহপ্রবেশ করেন। তাই, ৬ এবং ৭ জুলাই মন্দিরের বাইরেই রথে দর্শন দেবেন ভগবান। ৮ জুলাই মন্দিরে প্রবেশ করবে তিনি।

3/11
দীঘায় রথযাত্রা ঘিরে বিপুল জনসমাগম
দীঘায় রথযাত্রা ঘিরে বিপুল জনসমাগম

এবছর দীঘায় রথযাত্রা ঘিরে বিপুল জনসমাগমের সম্ভাবনা রয়েছে। তাই নিরাপত্তার বিষয়টিও সুনিশ্চিত করতে চায় ট্রাস্টি কমিটি এবং জেলা প্রশাসন। 

 

4/11
দীঘার রথযাত্রা
দীঘার রথযাত্রা

ইসকন সূত্রে খবর, আগামী শুক্রবার মন্দিরের পরিচালন কমিটি রথযাত্রার আয়োজন নিয়ে প্রাথমিক বৈঠকে বসতে চলেছে। রাজ্য তথা দেশের পাশাপাশি বিদেশ থেকেও বহু ভক্ত এবার দীঘার রথযাত্রায় উপস্থিত থাকবেন বলে খবর।  পাশাপাশি উদ্বোধনের পর থেকে এদিন পর্যন্ত ২৫ লক্ষের বেশি ভক্ত দীঘার মন্দিরে এসেছেন বলে দাবি মন্দির কমিটির। 

5/11
দীঘায় জগন্নাথ ধাম
দীঘায় জগন্নাথ ধাম

ফলে, রথযাত্রা ঘিরেও এবার দীঘায় অভূতপূর্ব পরিবেশ তৈরি হতে চলেছে বলে দাবি করেছেন কলকাতা ইসকনের সহ-সভাপতি তথা দীঘায় জগন্নাথ ধাম মন্দিরের ট্রাস্টি কমিটির অন্যতম কর্তা রাধারমন দাস। 

 

6/11
'পাহান্ডি বিজয়'
 'পাহান্ডি বিজয়'

জানা গিয়েছে, ২৭ জুন সকাল ১১টায় 'পাহান্ডি বিজয়'-এর আয়োজন হবে। দুপুর ১টায় উদ্বোধনের পর রথযাত্রা শুরু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে রথযাত্রার উদ্বোধন করবেন বলে খবর।    

7/11
রথযাত্রার আয়োজন
রথযাত্রার আয়োজন

রথযাত্রার আয়োজন ঘিরে প্রশাসনিক প্রাক-প্রস্তুতিও শুরু হয়েছে দীঘাতে। মন্দির কর্তৃপক্ষ জানাচ্ছে, ইসকনের নিয়ম অনুসারে শাস্ত্রীয় বিধি মেনে রথযাত্রা হবে। 

8/11
দীঘার জগন্নাথ ধাম
দীঘার জগন্নাথ ধাম

রাধারমন দাস জানিয়েছেন, দীঘার জগন্নাথ ধাম মন্দির থেকে এক কিলোমিটার দূরে একটি ছোট জগন্নাথ মন্দির রয়েছে। সেখানেই পাশে আরও একটি মন্দির বানানো হচ্ছে। সেটি হবে মাসির বাড়ি। 

9/11
জগন্নাথ দেবের স্নানযাত্রা
জগন্নাথ দেবের স্নানযাত্রা

১১ জুন জগন্নাথ দেবের স্নানযাত্রা। ১২ জুন থেকে ২৫ জুন পর্যন্ত শাস্ত্রীয় বিধি মেনেই জগন্নাথ, বলরাম ও শুভদ্রা অন্তরালে থাকবেন। কারণ, ওই সময় তাঁদের জ্বর আসবে। তাই ওই ক’দিন ভক্তদের দর্শন বন্ধ থাকবে মন্দিরে। 

10/11
বিশাল জনসমাগম
বিশাল জনসমাগম

২৬ জুন মন্দিরের দ্বার খোলা হবে। ২৭ জুন রথযাত্রা। বিশাল জনসমাগমকে মাথায় রেখে নিরাপত্তার ঘেরাটপে মুড়ে ফেলা হবে দীঘাকে। 

11/11
উল্টোরথের দিন
উল্টোরথের দিন

অন্যদিকে, নিয়ম মনে ৫ জুলাই উল্টোরথের দিন ফের মন্দিরে আসবেন জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা। রীতি মেনে ওই দিন তাঁদের মন্দিরে তোলা হবে না। 

 





Read More