PHOTOS

Gold Rate Today: কমার কোনও লক্ষ্মণ-ই নেই! ১ ভরি সোনার দাম পৌঁছে গেল...

Gold Price today: বিশেষজ্ঞদের কথায়, চিনের শুল্ক আরোপের কারণেই নাকি প্রকারান্তরে আন্তর্জাতিক বাজারে বাড়ছে সোনার দাম!    

Advertisement
1/6
১০ গ্রাম
১০ গ্রাম

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ধীরে ধীরে বাড়ছে সোনার দাম। তাতে করে ১০ গ্রাম সোনার দাম হবে ১ লাখ!

2/6
ঊর্ধ্বমুখী সোনার দাম
ঊর্ধ্বমুখী সোনার দাম

যদিও বাজেটের পর একটু দাম কমেছিল সোনার দাম। কিন্তু ফিরসে ঊর্ধ্বমুখী সোনার দাম। একপ্রকার মূল বিয়ের সিজান চলে গেলেও। পরবর্তী সিজানে যারা বিয়ে করবেন তাঁদের কপালে ইতিমধ্যেই ভাঁজ পরা শুরু হয়েছে। 

3/6
২৪ ক্যারেট
২৪ ক্যারেট

২৪ ক্যারেট বিশুদ্ধ সোনার ১০ গ্রামের দাম আজ আরও ২৩৭ টাকা বেড়ে  ৮৬,৬৬০ টাকা দাঁড়িয়েছে। 

4/6
২২ ক্যারেট
২২ ক্যারেট

আর ২২ ক্যারেট গয়নার সোনার ১ ভরির মানে ১০ গ্রামের দাম আজ প্রতি গ্রামে ২১৭ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৭৯,৪৫০ টাকা। 

 

5/6
গতকাল
গতকাল

ওদিকে ১ কেজি রুপোর দাম গতকাল চেন্নাইয়ের পর আজ দিল্লিতেও ১ লাখ ছাড়িয়ে গিয়েছে।   

6/6
আজ
আজ

দিল্লিতে আজ ১ কেজি রুপোর দাম ১,০৭,০০০ টাকা।





Read More