PHOTOS

Tidal Wave in Kolkata | Cyclone Dana: 'ডানা'র ঝাপটায় বিশাল উঁচু ঢেউ উঠবে গঙ্গাতেও! কী হবে কলকাতার?

Huge Tidal Wave in Kolkata: পুরোপুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঢুকে পড়েছে ঝড়। উত্তর ও উত্তর-পশ্চিম দিকে তার নিজস্ব গতি ঘণ্টায় ১২ কিলোমিটার।

Advertisement
1/6
কলকাতা পর্যন্ত
কলকাতা পর্যন্ত

ডানার প্রভাব থাকবে পুরী থেকে সাগরদ্বীপ পর্যন্ত। কিন্তু প্রভাব সেখানেই থেমে থাকবে না। তা গড়াবে শহর কলকাতা পর্যন্তও। (তথ্য: অয়ন ঘোষাল)

2/6
গঙ্গাবাতাসেও টান
গঙ্গাবাতাসেও টান

আসলে এই ঝড়ে হাওয়ার গতি থাকবে ভয়ংকর। ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ থাকবে সর্বোচ্চ ১২০ কিলোমিটার পর্যন্ত। তারই কিছু প্রভাব পড়বে কলকাতার গঙ্গার বাতাসেও। (তথ্য: অয়ন ঘোষাল)

3/6
জল-দেওয়াল
জল-দেওয়াল

২৪ অক্টোবর  বিকেল (সন্ধে) ৫টা ৫০ মিনিটে গঙ্গার জলস্তর হবে ৪.০৪ মিটার। যা আদতে প্রায় ১৪ ফুট-- ১৩.২৫ ফুট। (তথ্য: অয়ন ঘোষাল)

4/6
বন্ধ লকগেট
বন্ধ লকগেট

গঙ্গার ঘাটের ধারের লকগেটগুলি দুপুর ৩টে ৩০ মিনিট থেকে রাত ৮ টা পর্যন্ত বন্ধ থাকবে। (তথ্য: অয়ন ঘোষাল)

5/6
শুক্রে ঢেউ
শুক্রে ঢেউ

২৫ অক্টোবর সকাল ৬টা ৪৩ মিনিটে গঙ্গার জলস্তর হবে ৪.২৪ মিটার। ফুটের হিসেবে যা ১৩.৯১ ফুট! (তথ্য: অয়ন ঘোষাল)

6/6
সাবধানতা
সাবধানতা

গঙ্গার ঘাটের ধারের লকগেটগুলি ভোর ৪.৩০ মিনিট থেকে সকাল ৯ টা পর্যন্ত বন্ধ থাকবে। (তথ্য: অয়ন ঘোষাল)





Read More