PHOTOS

Jalpaiguri: লক্ষ্মী পুজোয় লক্ষ্মী লাভের আশায় শোলার কদম ফুল বিক্রি! পরিশ্রমের দাম মেলে?

Lakshmi Puja: দশমীর দিন থেকেই বাড়িতে যাত্রা পুজোয় শোলার ফুল লেগে থাকে। তাই জোর কদমে চলছে শোলার ফুল কেনাবেচা।

 

Advertisement
1/6
শোলার ফুল
শোলার ফুল

প্রদ্যুত দাস: লক্ষ্মী লাভের আশায় জলপাইগুড়ি শহরে বিভিন্ন বাজারে রাস্তার ধারে শোলার ফুল বিক্রি শুরু হয়েছে। দেদারে বিক্রিও হচ্ছে সেই ফুল। 

 

2/6
শোলার ফুল
শোলার ফুল

দশমীর দিন থেকেই বাড়িতে যাত্রা পুজোয় শোলার ফুল লেগে থাকে। তাই জোর কদমে চলছে শোলার ফুল কেনাবেচা।

3/6
শোলার ফুল
শোলার ফুল

মালকানি ও পাদরিগুটি এলাকার শোলার ফুল বিক্রেতারা নিজের হাতে শোলার ফুল বানান। সেই সমস্ত ফুল শহরে নিয়ে আসেন তাঁরা। 

4/6
শোলার ফুল
শোলার ফুল

জলপাইগুড়ির বিভিন্ন বাজারে সেই ফুল বিক্রি করেন। ফুল বিক্রেতারা এক একটি শোলার ফুলের মুল্য রেখেছেন ৫ টাকা করে।

5/6
শোলার ফুল
শোলার ফুল

বিক্রেতারা বলেন, মালকানি থেকে শোলার ফুল বানিয়ে নিয়ে আসি কিন্তু তাতেও লাভের মুখ দেখিনা। কারণ বানাতে অনেক খরচ হয়।

6/6
শোলার ফুল
শোলার ফুল

তাঁরা আরও জানান, পরিশ্রম অনুযায়ী পারিশ্রমিক মেলেনা আমাদের। তাও লক্ষ্মী লাভের আশায় গ্রাম থেকে শহরে আসি।





Read More