PHOTOS

পায়ে বল নিয়ে দৌড় তৈমুরের, ছেলেকে ফুটবলার বানাতে চান সইফ!

Advertisement
1/8

সামনে পড়ে ফুটবল, আর তাতে শট মারছেন ছোট্ট নবাব তৈমুর।  আর এই ছবি যে ভাইরাল হবে সেটাই স্বাভাবিক নয় কি?

2/8

শনিবার তৈমুরকে ফুটবল শেখাতে দেখা গেল ড্যাডি সইফ আলি খানকে। 

3/8

ফুটবল নিয়ে সইফের জ্ঞান বেশ মন দিয়েই শুনতে দেখা গেল করিনা পুত্রকে।

4/8

ড্যাডি সইফ তাঁকে ঠিক যেমনটা শেখাচ্ছেন, ঠিক সেভাবেই ফুটবলে শট মারার চেষ্টা করতে দেখা গেল তৈমুর আলি খানকে।

5/8

আজকাল তৈমুরের ফুটবলটা যে বেশ পছন্দ তা বেশ বোঝা যায়। 

6/8

এর আগেও বহুবার ড্যাডি সইফের সঙ্গে ফুটবল খেলতে দেখা গেছে নবাব পুত্তুরকে। 

7/8
পায়ে বল নিয়ে দৌড় তৈমুরের, ছেলেকে ফুটবলার বানাতে চান সইফ!
পায়ে বল নিয়ে দৌড় তৈমুরের, ছেলেকে ফুটবলার বানাতে চান সইফ!

সময় পেলেই তৈমুরকে ফুটবল শেখানোর চেষ্টায় থাকেন সইফ। 

8/8

সইফের বাবা নবাব মনসুর আলি খান ছিলেন ভারতের জাতীয় দলের ক্রিকেট খেলোয়াড়। আর ছোটে নবাব সইফ আলি খান কেরিয়ার গড়েছেন অভিনেতা হিসাবে, তবে কি ছোট্ট নবাব তৈমুরকে ভবিষ্যতে ফুটবলার বানাতে চান সইফ?





Read More