আগামী ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। মনোবাঞ্ছা পূরণের জন্য অনেকেই এদিন শিবের পুজো করেন। এবার শিবরাত্রি একটু অন্যরকম।
এবার শিবরাত্রিতে সূর্য, চন্দ্র ও শনির একটি যোগ তৈরি হবে। তৈরি হবে একটি বিশেষ যোগ। তার জেরেই ভাগ্য খুলবে, ধনরাশির বর্ষা হবে ৪ রাশির উপরে।
আর্থিক সব সমস্যার সমাধান হয়ে যাবে। আচমকাই বিপুল টাকার অধিকারী হতে পারেন। কাজের জায়গায় প্রশংসা পাবেন। বুঝেশুনে কথা বলতে হবে নাহলে সমস্যায় পড়তে হবে।
চাকরিতে উন্নতি। ব্যবসায়ে বড় বিনিয়োগ করে ফেলেতে পারেন। আয়ের উৎস খুলে যাবে। সম্পর্ক মজবুত হবে। যে কোনও কাজে ভাগ্য সদয় থাকবে।
পৈতৃক সম্পত্তি থেকে বিপুল টাকা আসতে পারে। শিবের আশীর্বাদে আর্থিক অনটন কেটে যাবে। কাজের জায়গায় নতুন দায়িত্ব পাবেন। আয়-ব্যয়ের সামঞ্জস্য ঠিক রাখতে পারবেন, ফলে সঞ্চয় বাড়বে।
শিবরাত্রির পর থেকে মেষ রাশির সুদিন আসছে। বাধা কেটে গিয়ে কেরিয়ারে উন্নতি। আর্থিক অবস্থার উন্নতি হবে। শিবের কৃপায় সুসংবাদ পেতে পারেন। ব্যবসায়ে লাভের মুখ দেখবেন। দাম্পত্যে সুখ থাকবে। মানসিক সমস্যা থেকে মুক্তি।